Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএলে খেলবেন নিষিদ্ধ ওয়ার্নার


১৬ জুন ২০১৮ ১৮:৫৭

সারাবাংলা ডেস্ক ।।

বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হয়ে আইপিএলের গত মৌসুমে খেলতে না পারলেও প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সিপিএলের দল সেন্ট লুসিয়া স্টারস ওয়ার্নারকে দলে টেনেছে।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফর করবেন অস্ট্রেলিয়ান উঠতি তারকা ডি’আর্চি শর্ট। তাকে সেন্ট লুসিয়া দলে রেখেছিল। এবার শর্টের বদলি হিসেবে ওয়ার্নারকে দলে নেওয়া হয়েছে বলে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে।

বল টেম্পারিং কাণ্ডে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা পান ওয়ার্নার। তিন মাস পার হয়েছে। এরই মধ্যে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া কানাডার এই টুর্নামেন্টে উইনিপেগ হকসের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনার। এরপর জুলাইয়ে ডারউইনে খেলবেন নর্দার্ন টেরিটরির স্ট্রাইক লিগে। তবে, গত আইপিএলের আসরে খেলতে পারেননি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর