Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২১:২৪

বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এবং গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ক্রিকেট দলের সাবেক তারকা অধিনায়ক তামিম ইকবাল। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে শাওমির পথচলায় এক নতুন যুগের সূচনা হলো।

ক্রিকেটার হিসাবে তামিম ইকবালের যেমন বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার ও অসংখ্যা ভক্ত অনুরাগী রয়েছে তেমনি শাওমি দেশের মানুষের কাছে দারুণ জনপ্রিয় ব্র্যান্ড। ফলে তামিম ইকবালের সাথে শাওমির এই পথচলা দেশের লাখো ভক্তের সাথে শাওমির সম্পর্ককে আরও জোরদার করবে এবং বাংলাদেশে শাওমির অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

শাওমির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তামিম। দেশসেরা এই ওপেনার বলেন, ‘দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্র্যান্ড হিসেবে শাওমি সর্বদা প্রশংসার দাবী রাখে। ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে তার গ্রাহকদের অত্যাধুনিক পণ্য সরবরাহ করে আসছে। আমি এমন একজন মানুষ যার কাছে পারফরম্যান্স ও রিলায়বিলিটি ভীষণ গুরত্বপূর্ণ। ব্র্যান্ড হিসেবে শাওমির ভিশন ও আমার নৈতিকতার মাঝে বেশ মিল খুঁজে পাই। শাওমির সাথে এই পথচলা আমার জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে বলে আশা করছি।’

নতুন এই পথচলা নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। দেশের নাম্বার ওয়ান ব্যাটার তামিম ইকবাল। তাঁর অন্তর্ভুক্তি দেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে শাওমির অবস্থানকে নিখুঁতভাবে তুলে ধরবে। তামিম এবং শাওমি উভই তাদের নিজ জায়গা থেকে সৎ, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব দ্বারা নিজেদের অবস্থান আরও দৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, তামিম ইকবালের অন্তর্ভুক্তি তরুণ প্রজন্মের সঙ্গে শাওমির সম্পর্ককে আরও জোরদার করণের পাশাপাশি দেশের লয়্যাল শাওমি ফ্যানদের জন্য দারুণ কিছু বয়ে আনবে।’

বিজ্ঞাপন

এই পার্টনারশিপের লক্ষ্য, তামিমের উৎসাহমূলক ক্রিকেট জীবনের সঙ্গে শাওমির উদ্ভাবনী পণ্যগুলো যুক্ত করে দেশের তরুণ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল শাওমি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর