ডিসেম্বরের সেরা ক্রিকেটার হবেন কে?
৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯
‘আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ’-এর ডিসেম্বর মাসের সেরা তিন ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসন। দর্শক-সমর্থকদের ভোটে এই তালিকা থেকেই সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রিকেটারকে মাস সেরা হিসেবে ঘোষণা করবে আইসিসি। প্রতি মাসেই এই আয়োজন করে থাকে বিশ্বক্রিকেটের এই নিয়ন্ত্রণ সংস্থাটি।
এক নজরে দেখে নিন ডিসেম্বর-জানুয়ারি মিলে কেমন ছিল এই তিন ক্রিকেটারের পারফরম্যান্স-
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
নভেম্বরে শুরু হয়ে কদিন আগে শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ভারতকে ৩-১ ব্যবধানে সিরিজ হারিয়ে দলকে টানা দ্বিতীয়বারের মতো তুলেছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। পাঁচ ম্যাচের এই সিরিজের তিনটি টেস্ট হয়েছে ডিসেম্বর মাসে। এই তিন টেস্টে ১৭ উইকেট নিয়েছেন মাত্র ১৭.৬৪ বোলিং গড়ে। অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে হারানোর ম্যাচে ৫৭ রানে নেন পাঁচ উইকেট।
ব্যাট হাতেও দারুণ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে করেছেন ৪৯, দ্বিতীয় ইনিংসে করেছেন ৪১। সেই ম্যাচে বোলিংয়েও দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ছয় উইকেট।
জাসপ্রিত বুমরাহ (ভারত)
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের একমাত্র ধারাবাহিক পারফর্মার ছিলেন জাসপ্রিত বুমরাহ। তার অধিনায়কত্বেই প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরু করেছিল ভারত। হয়েছেন বোর্ডার-গাভাস্কার ট্রফির সেরা ক্রিকেটার।
ডিসেম্বর মাসে এই সিরিজের তিন টেস্টে মাত্র ১৪.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। দুর্দান্ত এই পারফরম্যান্সেই আইসিসি র্যাংকিংয়ে ভারতের হয়ে যুগ্ম সর্বোচ্চ ৯৩৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন বুমরাহ।
ডেন প্যাটারসন
প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দুরন্ত এই যাত্রায় অন্যতম অবদান ডেন প্যাটারসনের। শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে ভিন্ন দুটি টেস্ট সিরিজে ছিলেন দারুণ ছন্দে।
তবে ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাত্র ১৬.৯২ বোলিং গড়ে ১৩ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
সারাবাংলা/জেটি
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জাসপ্রিত বুমরাহ প্যাট কামিন্স বোর্ডার-গাভাস্কার ট্রফি