অনায়াসে জিততে পারে জার্মানী ও ব্রাজিল
১৬ জুন ২০১৮ ২২:৫৫ | আপডেট: ১৬ জুন ২০১৮ ২৩:৩৪
জাহিদ হাসান এমিলি
ম্যাচটি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবং গ্রুপের সবচেয়ে সম্ভাব্য সহজ টিমও ছিল। সেই ম্যাচে একটু পিছিয়ে গেল। মেসিদের সামনে বড় সুযোগ ছিল। সেভাবে শুরুটাও করেছে তারা। তবে সমতায় ফিরে আইসল্যান্ড খুব বেশি ডিফেন্সিভ হয়ে গিয়েছিল। জমাটবদ্ধ ওয়াল পেরোতে পারেনি আর্জেন্টিনা। প্রচুর অ্যাটাক করেও সুবিধা করতে পারেনি মেসি-ডিমারিয়ারা।
একটা পেনাল্টির সুযোগ ছিল। তিন পয়েন্ট নিয়ে এগিয়ে যাওয়াটাও হয়তো তাতেই নিশ্চিত করা যেত। মেসি ব্যর্থ হলো। এখন একটু কঠিনই হয়ে যাবে টিকে থাকা। তবে, দলটা আর্জেন্টিনা বলে আশা করাটা অমূলক হবে না।
এদিকে সুইজারল্যান্ড ও ব্রাজিল ম্যাচ। এ ম্যাচ দিয়ে এ বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ম্যাচটা জিততে কোনও রকম হয়তো সমস্যা হবে না সালেসাওদের। তারপরেও সুইজারল্যান্ড তুলনামূলক শক্তিশালী একটা দল। তারাও চেষ্টা করবে ম্যাচ থেকে এক পয়েন্ট বের করে আনতে।
কিন্তু সেটা হয়তো কঠিন হয়ে যাবে সুইজারল্যান্ডের জন্য। কারণ আর্জেন্টিনাতে মেসির উপরে নির্ভরতা অনেক বেশি। ব্রাজিল দলে সেই সমস্যাটা নাই। অনেক খেলোয়াড় ম্যাচ উইনার আছে। ম্যাচ ঘুরিয়ে দিবে সম্ভাব্য তারাই। তাছাড়া নেইমারতো আছেই।
আর তাছাড়া ব্রাজিল দলের সব পজিশনে বিশ্বের সেরা সেরা ফুটবলাররা মজুদ আছে। ডিফেন্স বা মধ্যভাগ কিংবা আক্রমণ সমান তালে ভারসাম্য একটা দল নিয়ে বাছাইপর্ব ও প্রস্তুতি পর্ব সেড়েছে লাতিন আমেরিকার দলটি। জয়ে আমার ভোটটা যাবে ব্রাজিলে।
অন্যদিকে রোববার বিশ্বকাপ ফেভারিট জার্মানীদের জন্য ভালো দিন যেতে পারে। মেক্সিকোর বিপক্ষে কাঙ্খিত জয়টি নিয়ে মাঠ ছাড়তে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে, মেক্সিকোও কিন্তু শক্তিশালী দল।
তবে, এই ম্যাচটা লেস কম্পিটিটিভ হবে আমার মনে হচ্ছে। যেহেতু গত কয়েকবছর ধরে জার্মানী যেভাবে ফুটবল খেলে আসছে তাতে এই ম্যাচ দিয়ে ভালোভাবে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে জোয়াকিম লো শিষ্যরা।
বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক