পেরুর জয় ছিনতাই করল ডেনমার্ক
১৭ জুন ২০১৮ ০০:০৭
সারাবাংলা ডেস্ক
স্কোরলাইন কখনো কখন আপনাকে বোকা বানাতে পারে। পেরু-ডেনমার্কের ম্যাচের কথাই ধরুন না। কাগজের ফলে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক, অথচ ম্যাচের ফলটা হতে পারত পুরোপুরি উল্টো। ডেনমার্কের জালে অন্তত চার থেকে পাঁচটি গোল দিতেই পারত। শেষ পর্যন্ত ইউসেফ পলসেনের গোলে মহামূল্যবান এক জয় পেরুর কাছ থেকে কেড়ে নিয়েছে ডেনমার্ক।
তবে পেনাল্টি থেকে যে গোল করতে পারেনি, সেটার জন্য পেরুকে দায় নিতে হবে নিজেদের। প্রথমার্ধের শেষ দিকে ক্রিশ্চিয়ান কুয়েভাকে ফেলে দিয়েছেন ডেনমার্ক রক্ষণের একজন। সেটা চোখ এড়িয়ে যায় রেফারির। কিন্তু ভিডিও দেখে সিদ্ধান্ত বদলান তিনি। এই বিশ্বকাপে ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের পর দ্বিতীয়বারের মতো ভিডিও সহকারীর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত বদলে গেল।
কিন্তু কে জানত, এই সুযোগটা পেরু হেলায় হারাবে? কুয়েভার শট পোস্টে দূরে থাক, চলে গেছে বারের অনেক ওপর দিয়ে। প্রথমার্ধেই গোল করার আরও কিছু সুবর্ণ সুযোগ পেয়েছিল পেরু, কিন্তু পেনাল্টি মিসের তো কোনো তুলনা হয় না।
গোলটা হয়নি কাসমার স্মাইকেল নামের একজন ডেনিশ পোস্টের নিচে অতিমানব হয়ে দাঁড়ায়। প্রথমার্ধে একটা দারুণ সেভ করেছিলেন, তবে দ্বিতীয়ার্ধে এর চেয়ে বেশি কিছুর দরকার ছিল। জেফারসন ফারফান, পাওলো গেরেরোকে নিশ্চিত গোলবঞ্চিত করেছেন অন্তত তিন বার। গেরেরোর জন্য এই ম্যাচে গোল করা হতো রূপকথার মতো। ড্রাগ পরীক্ষায় নিষিদ্ধ হয়ে এই বিশ্বকাপে খেলারই কথা ছিল না পেরুর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে গোল করেই ফেলেছিলেন, কিন্তু তাঁর ব্যাকফ্লিক একটুর জন্য চলে যায় পোস্ট ঘেঁষে।
তার আগে ৫৯ মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতেই গোল পেয়ে যায় ডেনমার্ক। ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে ইউসুফ পলসেন গোলরক্ষককে একা পেয়ে বল জড়িয়ে দেন জালে। পরে এই পলসেনই গোললাইন থেকে একটা হেড ক্লিয়ার করেছেন নিজেদের অর্ধে, সেটার মূল্যও গোলের চেয়ে কম নয়।
শেষ পর্যন্ত এই জয়ে পরের পর্বে যাওয়ার দিকে বড় লাফ দিল ডেনমার্ক। ফ্রান্স ও ডেনমার্ক দুই দলেরই পয়েন্ট তিন, পেরু-অস্ট্রেলিয়া এখনো কোনো পয়েন্ট পায়নি।
সারাবাংলা/ এএম