Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষে বুমরাহ, প্রথমবার সেরা দশে বোল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ১৬:২৯

স্কট বোল্যান্ড

সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ছিল পেসারদের জয়জয়কার। সিরিজসেরা হয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, সাথে  অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, মিচেল স্টার্করা দাপট দেখিয়েছেন সিরিজ জুড়ে। আজ (বুধবার) আইসিসি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদেও এর পুরস্কার পেলেন তারা। ২৯ ধাপ এগিয়ে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে সেরা দশে এসেছেন স্কট বোল্যান্ড। এক ধাপ করে এগিয়েছেন প্যাট কামিন্স, কাগিসো রাবাদা। তবে যথারীতি শীর্ষে রইলেন বুমরাহ।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তিন টেস্ট খেলে ২১ উইকেট নেয়া বোল্যান্ড আছেন যুগ্মভাবে নবম অবস্থানে। ক্যারিয়ার সেরা ৭৪৫ রেটিং নিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়েও।

দুই ধাপ অবনমন হয়েছে জশ হ্যাজলউডের। ডানহাতি এই অজি পেসারের অবস্থান এখন চার। দুইয়ে প্যাট কামিন্স, তিনে কাগিসো রাবাদা। পাঁচে মার্কো ইয়ানসেন, ষষ্ঠ অবস্থানে আছেন ম্যাট হেনরি। স্পিনার নাথান লায়ন আছেন সপ্তম অবস্থানে। আট নম্বরে শ্রীলংকার প্রবাথ জয়সূরিয়া।

সারাবাংলা/জেটি

আইসিসি র‍্যাংকিং জাসপ্রিত বুমরাহ বোর্ডার-গাভাস্কার ট্রফি

বিজ্ঞাপন

ছবির গল্প / টমেটো বাণিজ্য
৯ জানুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর