শতভাগ ফিট নন নেইমার: ব্রাজিল কোচ
১৭ জুন ২০১৮ ১২:৫৩
সারাবাংলা ডেস্ক ।।
র্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। র্যাংকিংয়ে দুইয়ে থাকা সাবেক চ্যাম্পিয়নদের তুরুপের তাস নেইমার। তার উপরই এবার দলের সাফল্য অনেকখানি নির্ভর করছে। সুইজারল্যান্ডের বিপক্ষে রোববারের ম্যাচ দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন নেইমার। তার পায়ের জাদুতেই হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে, পুরোপুরি ফিট নন নেইমার-এমনটি জানিয়েছেন কোচ তিতে।
গত ফেব্রুয়ারিতে নিজের ক্লাব পিএসজির হয়ে খেলার সময় চোটাক্রান্ত হন নেইমার। তারপর তাকে চিকিৎসা ও পুনর্বাসনে রাখে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ২৬ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচারের পর মে’র মাঝামাঝিতে তিনি পূর্ণ প্রশিক্ষণে ফিরে আসেন।
পায়ের ইনজুরি থেকে ফিরে অস্ট্রিয়া এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতিমূলক দুইটি ম্যাচেই গোল করেছেন নেইমার। সেরা ফর্মের আভাস দিলেও প্রথম ম্যাচে নেইমারকে শুরুর একাদশে দেখা যাবে কি না সেটি নিয়ে রয়েছে বিস্তর শঙ্কা। বিশ্বকাপের আগে চোটের জন্য প্রায় তিন মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। তিতের মতে নেইমার এখনো তার সেরা ফর্মে ফেরেননি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিতে জানিয়েছেন, ‘সে (নেইমার) এখনো পুরো ফর্মে নেই। তবে শারীরিকভাবে অনেক ভালো আছে নেইমার। যেভাবে সে ইনজুরি থেকে ফিরেছে, সেটি সত্যিই দুর্দান্ত। বিশেষ করে স্বল্প দূরত্বে বল ধরতে যে রকম গতিতে দৌড়াচ্ছে, তা আমাদের আশা বাড়াচ্ছে। সে গোলের মধ্যেই আছে। এটাও দলের জন্য ভালো দিক। কিন্তু, এই মুহূর্তে ১০০ ভাগ ফিট নয় নেইমার। আমি বলছি, সে খুব দ্রুত সেরে উঠবে এবং যথেষ্ট ভালো খেলবে।’
রোববার (১৭ জুন) দিবাগত রাত ১২টায় রোস্তভ অন দন স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে নামবে ব্রাজিল।
সারাবাংলা/এমআরপি