Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসল্যান্ডের ‘টার্গেট’ মেসি, পরের ম্যাচেই হবেন ‘ঈশ্বর’!


১৭ জুন ২০১৮ ১৩:৫৩ | আপডেট: ১৭ জুন ২০১৮ ১৪:১৩

সারাবাংলা ডেস্ক ।।

আর্জেন্টিনা পয়েন্ট নষ্ট করেছে বলে দেশটির সমর্থকরা হতাশ। আরও বেশি হতাশ আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি মিসের ঘটনায়। তবে, খুব শিগগিরই ক্লাব বার্সেলোনার মতোই আগুনে হবেন মেসি, এ ব্যাপারে আশা ছাড়ছেন না তার ভক্তরা। গত বিশ্বকাপ আর পর পর কোপা আমেরিকার দুই আসরে নীল-সাদা জার্সিতে মেসি যে ঝলক দেখিয়েছেন, সেটা দেখার অপেক্ষায় আছে কোটি কোটি মেসিপ্রেমী।

বিজ্ঞাপন

মেসির নেতৃত্বাধীন র‌্যাংকিংয়ের ৫ নম্বর দলের কাছ থেকে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াটা যে মোটেই সহজ হবে না সেটা ভালো করেই জানতো র‌্যাংকিংয়ের ২২ নম্বর দল আইসল্যান্ড। আর সে কারণে জয়ের চেয়ে বেশি ড্রয়ের দিকে নজর ছিল প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা আইসল্যান্ডের। একই সঙ্গে চিন্তা ছিল মেসিকে নিয়েও। ম্যাচের পুরোটাই বার্সা তারকাকে আটকে রেখেছিল নবাগত দলটি। পরিকল্পনা মতো মেসির আশেপাশে ছিল একাধিক খেলোয়াড়। মেসি সেই রক্ষণদূর্গ ভাঙতে পারেননি। সেই হতাশাই কী না পেনাল্টি মিস করেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকা-দাবী আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের।

ভক্ত-সমর্থকরা মানতেই পারছেন না পেনাল্টি মিস করেছেন মেসি! হয়তো মেসিও ভাবতে পারছেন না। পেনাল্টি মিস করে এক মুহূর্ত থমকে যাওয়ার সময় পাননি মেসি। ম্যাচ শেষে বিষন্ন মেসি আকাশের দিকে তাকিয়ে কী যেন ভেবেছেন, ঘামে ভেজা মুখটা মুছেছেন। একবার তো চোখও মুছতে দেখা যায় তাকে। ম্যাচের পর মাথা নিচু করে ড্রেসিং রুমের দিকে হাঁটতে দেখা যায় তাকে।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমাদের তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল। কিন্তু এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সব দোষ আমি নিজের কাঁধে নিচ্ছি। আইসল্যান্ডের চেয়ে আমরা এগিয়ে ছিলাম। আমরা চেষ্টা করেছি। কিন্তু হয়নি। স্বীকার করছি, পেনাল্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। বদলে দিতে পারত ম্যাচের রেজাল্ট। আমার পেনাল্টি নষ্টের জন্যই ম্যাচটা জেতা গেল না। এর সব দায় আমার। আমাদের ক্রোয়েশিয়া-নাইজেরিয়াকে হারাতে হবে। আবারো বলছি পেনাল্টি মিস করায় আমি ব্যথিত।’

বিজ্ঞাপন

ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টি শট নেন মেসি। কিন্তু তার জোড়ালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক হ্যালডোরসন। যেদিকে শট নিয়েছেন মেসি, সেদিকেই ঝাঁপিয়ে পড়েন হ্যালডোরসন। শেষ মুহূর্ত পর্যন্ত গোলরক্ষকের নড়াচড়ার দিকে নজর রাখতে ব্যর্থ হন মেসি। শুধু তাই নয়, ক্লাব আর জাতীয় দলের হয়ে শেষ সাতটি পেনাল্টি শটের চারটিতেই ব্যর্থ হন তিনি। আগের দিন হ্যাটট্রিক করা মেসির প্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনের বিপক্ষে পেনাল্টি থেকে যে গোলটি করেছিলেন, তার আগে তার মুখে ছিল দৃঢ়তা, দৃষ্টি ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। অথচ, ভয়ার্ত মুখ নিয়ে পেনাল্টি শট নিতে এগিয়ে আসেন মেসি।

আইসল্যান্ডের খেলোয়াড়দের ঘিরে ধরা চাপের মধ্য থেকে বেরিয়ে আসতে পারেননি, মিস করেন পেনাল্টি শট-এমনটি বলছেন আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি, তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার জেতা আগুয়েরো তো বলেই দিয়েছেন, ‘লিও অন্য সবার মতো, আমাদের মতোই মানুষ। আজ আমাদের উচিত তার পাশে থাকা, আমরা জানি ও যে কোনো ম্যাচের ফল যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে।’


মেসির সতীর্থ মাশ্চেরানো জানান, ‘আইসল্যান্ডের খেলোয়াড়দের রক্ষণভাগে জটলা বেঁধে থাকাটাই আমাদের আক্রমণভাগকে ভুগিয়েছে। আমি মনে করি মেসিকেও সেটি বেশ ভালো ভুগিয়েছে।’ কোচ সাম্পাওলি জানান, ‘মেসির পরিশ্রমের মূল্যায়ন করা খুব কঠিন, কারণ এটা অস্বস্তিকর ম্যাচ ছিল। তবে আমি খুব ভালো করেই জানি, মেসি দলের প্রতি কতোটা নিবেদিতপ্রাণ। সত্যি বলতে আইসল্যান্ড মেসিকে আটকাতে রক্ষণাত্মকভাবে খেলছিল, তারা কোনো জায়গাই দেয়নি। কিন্তু, আর্জেন্টিনাকে জেতানোর জন্য যা করার দরকার, সবই করেছিল মেসি ও তার সতীর্থরা।’

আইসল্যান্ডের তিন-চার জন ফুটবলারের পাহারা থেকে বেরিয়ে আসতে পারেননি মেসি। সতীর্থ ডি মারিয়া, মেজা, বিগলিয়ারা তাকে বল জোগান দিতেই পারছিলেন না। পরের ম্যাচেই হয়তো ঘুরে দাঁড়াবেন বিশ্বসেরা মেসি, যেভাবে খেলেছিলেন ব্রাজিল, চিলি আর আমেরিকার তিনটি মেগা ইভেন্টে। আর্জেন্টাইন সমর্থকরা তো বলেই দিচ্ছেন, একটা ম্যাচের হিসেব বা পেনাল্টি দিয়ে মেসিকে বিচার করতে যাওয়া বোকামি, পরের ম্যাচেই দেখবেন, তিনি আবার ‘ঈশ্বর’ হয়ে গিয়েছেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর