Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তির মুখে তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৬:০৬

হেলসের দিকে এভাবেই তেড়ে যান তামিম

নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে গতকাল ফরচুন বরিশালকে হারিয়ে চলতি বিপিএলে টানা ষষ্ঠ ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রানের, সেখান থেকে তিন ছক্কা আর তিন চারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে জেতান সোহান। স্বভাবতই এমন ম্যাচ জিতে উল্লাসে মেতে রংপুরের সবাই মাঠে ছুটে যান সোহানের দিকে। তখনই বাধে বিপত্তি। দেখা যায়, বরিশাল অধিনায়ক তামিম তেড়েফুঁড়ে যাচ্ছেন কারো দিকে। কয়েকজন মিলে সেই যাত্রায় তামিমকে নিবৃত করেন।

বিজ্ঞাপন

পরে জানা যায়, তামিম তেড়ে গিয়েছিলেন রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে। ম্যাচের পর একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে হেলস জানান, কিছু না বলা সত্ত্বেও তার দিকে তেড়ে যান তামিম। এমনকি ব্যক্তিগত আক্রমণের অভিযোগও করেছেন তিনি তামিমের বিপক্ষে।

সেই ঘটনায় শাস্তি পাচ্ছেন তামিম। আইসিসির প্লেয়ার্স কোড অফ কন্ডাক্টের ২.৬ অনুচ্ছেদের প্রথম ধারা ভাঙায় লেভেল-১ অপরাধ সংগঠিত হয়েছে তামিমের বিরুদ্ধে। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট, কোনো আর্থিক জরিমানাও হয়নি তার। এই ঘটনায় নিজের বিরুদ্ধে আনিত অভিযোগে দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচ রেফারি নিয়ামুল রশিদ জানান, দুই অনফিল্ড আম্পায়ারের রিপোর্ট এবং প্রমাণের ভিত্তিতে এই শাস্তি দেয়া হয়েছে তামিমকে। যদিও বিসিবি থেকে এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সূত্রপাত হয় ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের করমর্দনের সময়। একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। সেটা ভালোভাবে নেননি তামিম। তার দিকে এগিয়ে গিয়ে তামিম জানতে চান, হেলস এমন কেন করছে? কিছু বলার থাকলে যেন সরাসরি বলেন।

তামিমের প্রশ্নের পর হেলসও জাবাব দেন, এতেই শুরু হয় তর্ক। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যান তামিম। তাকে টেনে ধরে আটকান রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম। ঘটনাস্থলে উপস্থিত বাকিরাও তখন দুজনকে শান্ত করে টেনে নিয়ে যান দুই দিকে।

তামিমের এভাবে তেড়ে আসা নিয়ে হেলস এক সাক্ষাৎকারে বলেন, ‘তামিম কিছু নিয়ে আপসেট ছিল। আমি নিশ্চিত না কোন ব্যাপারে, হয়তো কারণ তার দল হেরেছে। আমরা হাত মিলিয়েছি, কিছুই বলিনি। এরপর সে জানতে চায় আমি যদি তাকে কিছু বলতে চাই, তাহলে যেন মুখের ওপর বলে দেই। কিন্তু আমি কিছুই বলিনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর