Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

২৫ রানে খুলনাকে হারিয়েছে রাজশাহী

টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। আজ (শুক্রবার) ছুটির দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকদের সামনে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়ে এবারের বিপিএলে দ্বিতীয় জয় পেল নবাগত দলটি। রাজশাহীর দেয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের গতির তোপের সাথে সোহাগ গাজী-রায়ান বার্লের স্পিন জাদুতে ১৫০ রানে অলআউট হয়েছে খুলনা।

টসে হেরে ব্যাট করতে নেমে দলের বিপর্যয়ে ৮৮ রানের জুটি গড়েন ইয়াসির আলী ও রায়ান বার্ল। শেষদিকে আকবর আলীর দারুণ ক্যামিওতে ৫ উইকেটে ১৭৮ রানের পুঁজি পায় রাজশাহী। লক্ষ্য তাড়ায় নামা খুলনা যখনই জুটি গড়তে গিয়েছে, তখনই ব্রেকথ্রু এনে দিয়েছেন রাজশাহীর বোলাররা। চলতি আসরে এটি খুলনার প্রথম হার।

বিজ্ঞাপন

রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় খুলনা। জিশান আলমকে রিভার্স সুইপ করেতে গিয়ে তাসকিনের হাতে ক্যাচ দেন উইলিয়াম বোসিস্টো। তিনে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি, আউট হয়েছেন তাসকিনের প্রথম শিকার হয়ে। আফিফ হোসেন আর নাঈম শেখ লড়াইয়ের চেষ্টা করেন ৩৩ রানের জুটিতে। ওপেনার নাইম ফেরেন সোহাগ গাজীকে তুলে মারতে গিয়ে। ২৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার। মাহিদুল ইসলাম এসে শুরু করেন আক্রমণ। ১৫ বলে আফিফের সাথে মিলে তুলে ফেলেন ৩১ রান। জুটি আর বাড়তে দেননি সোহাগ গাজী, আফিফকে বানান নিজের দ্বিতীয় শিকার।

দুই ছক্কায় ১১ বলে ১৮ রান করেন মাহিদুল। তবে ইমরুল কায়েস মৃত্যুঞ্জয়ের এক ওভারে চড়ে বসেন তার ওপর। দুই ছক্কা আর এক চারে খানিকটা ভয়ই ধরিয়ে দেন রাজশাহী দলে। অবশ্য সেই মৃত্যুঞ্জয়ের বলেই আউট হয়েছেন কায়েস। শেষদিকে কেউ আর ইনিংস বড় করতে পারেননি। মূলত রাজশাহীর স্পিনাররাই গড়ে দিয়েছেন ম্যাচের সুর। তাসকিন-রায়ান-গাজী তিনজনই নেন দুটি করে উইকেট। এক উইকেট পেলেও দারুণ বল করেছেন জিশান। চার ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান।

বিজ্ঞাপন

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস-জিশান আলমের ব্যাট থেকে আসে ৪৪ রানে ওপেনিং জুটি। নাসুমের বলে হারিস বোল্ড হওয়ার পর মোহাম্মদ নাওয়াজের বলে উইকেট দেন জিশানও। এনামুল বিজয়ের সাথে মেহেরবও ব্যর্থ। ৬৭ রানে চার উইকেট হারানো দলকে লড়াইয়ে ফেরান ইয়াসির আলী ও রায়ান বার্ল। ৫১ বলে গড়েন ৮৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। ইয়াসির ২৬ বলে ৪১ ও রায়ান করেন ২৯ বলে ৪৮*। শেষদিকে ৯ বলে তিন চার ও এক ছক্কায় ২১* রানের ক্যামিও ইনিংস আসে আকবরের ব্যাট থেকে। সর্বোচ্চ দুই উইকেট নেন নাসুম আহমেদ।

সারাবাংলা/জেটি

দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর