১৯৩ রান তুলেও জয়ের দেখা পেল না ঢাকা
১০ জানুয়ারি ২০২৫ ২৩:৫৪
কিছুতেই যেন কিছু হচ্ছে না ঢাকা ক্যাপিটালসের! একাদশে বিপিএলে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতেই হারা ঢাকা আজ ষষ্ঠ ম্যাচে আগে ব্যাটিং করে ১৯৩ রানের বিশাল স্কোর গড়েছিল। তবুও জয়ের মুখ দেখা হলো না ঢাকার! ঢাকার ১৯৩ রান পেরিয়ে জিতেছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেটের জন্য এটা বড় স্বস্তির জয়। আজকের আগে জয়হীন ছিল দলটি। তিন ম্যাচ খেলে হেরেছিল তিনটিতেই। আজ চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পেল সিলেট।
শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯৩ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে ঢাকার শুরুটা কিন্তু হয়েছিল দারুণ। ইনিংসের প্রথম বলেই সিলেটের ক্যারিবিয়ান ওপেনার রাকিম কর্নওয়েলকে ফেরান মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে অপর ওপেনার জর্জ মানজেকে ফেরান আবু জায়েদ রাহী। পঞ্চম ওভারে অ্যারন জোন্স ফিরলে ভালো চাপেই পরেছিল সিলেট।
কিন্তু শুরুর সেই গতিটা বোলিংয়ে পরে আর ধরে রাখতে পারলেন না ঢাকার বোলাররা। মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন সিলেটের জাকির হাসান, রনি তালুকদার। শেষ দিকে জাকের আলি অনিক ও আরিফুল ইসলাম ব্যাটে ঝড় তুলে সিলেটকে প্রথম জয় এনে দিয়েছেন।
১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৯৫ রান তুলে ফেলে সিলেট। জাকির হাসান তিনে নেমে ২৭ বলে ৭টি চার ৩টি ছয়ে ৫৮ রান করেছেন। রনি তালুকদার ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ২০ বলে ৪টি চারের সাহায্যে করেছেন ৩০ রান। শেষ দিকে অধিনায়ক আরিফুল হক ১৫ বলে ৪টি চার ১টি ছয়ে ২৮ রান করেছেন। ১৭ বলে ৪টি চার ১টি ছয়ে ২৪ রান করেছেন জাকের আলি অনিক।
এর আগে ঢাকা দুইশোর কাছাকাছি পৌঁছেছে লিটন দাসের ব্যাটে। টানা বাজে ফর্মে থাকা লিটন একাদশ থেকে বাদ পড়েছিলেন। এক ম্যাচ পর একাদশে ফিরেই আজ ঝলক দেখালেন ব্যাট হাতে। ওপেনিংয়ে নেমে ৪৩ বলে ১০টি চার ১টি ছয়ে ৭৩ রান করেছেন লিটন। মুনিম শাহরিয়ার ৪৭ বলে করেছেন ৫২ রান।
আগের ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলা সাব্বির রহমান আজ ১০ বলে ৩ ছয়ে করেছেন ২৩ রান। এছাড়া অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে করেছেন ১৮ রান। সব মিলিয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছিল ঢাকা। সিলেটের হয়ে রাকিম কর্নওয়েল ২৭ রানে নেন ৩ উইকেট।
সারাবাংলা/এসএইচএস