থ্রি লায়ন্সদের জন্য হাই-টেকনোলজির জার্সি
১৭ জুন ২০১৮ ১৫:২০
সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি ইংল্যান্ডের। ১৮ জুন তাদের প্রথম ম্যাচ। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ইংলিশরা। অনুশীলনের মতো মূল ম্যাচের আগে তাদের জন্য থাকবে হাই-টেকনোলজির (অত্যাধুনিক প্রযুক্তির) জার্সি। পায়ের পেশীর ইনজুরি থেকে বাঁচতেই তাদের এ ধরনের হাফ এবং ফুল প্যান্ট পরিধানের ব্যবস্থা নিয়েছে ইংলিশ ফুটবল ফেডারেশন।
ইংল্যান্ড আর রাশিয়ার আবহাওয়ার মধ্যে কম-বেশি থাকায় ব্যাটারি সংবলিত জার্সি গায়ে চাপিয়েছে ইংলিশরা। ইংল্যান্ডে তারা অনুশীলন করেছে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইংলিশদের ক্যাম্প শুরু হয় রেপিনোতে। সেখানে এই মুহূর্তে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। ১৮ জুন, সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় তিউনিশিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ভলগোগ্রাদ স্টেডিয়ামে হবে ম্যাচটি। সেখানে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে বলে শঙ্কা করছে আবহাওয়াবিদরা।
এমন শঙ্কাকে উড়িয়ে দেয়নি ইংল্যান্ডের টিম ডক্টর রবিন চক্রবর্তী। থ্রি লায়ন্স খ্যাত ইংল্যান্ডের খেলোয়াড়রা যাতে রাশিয়ার জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে পারে সে জন্যই এই হাই-টেকনোলজির প্যান্টের ব্যবস্থা। এই জার্সি (প্যান্ট) তৈরি করেছে লুবোরো ইউনিভার্সিটি। ২০১২ সাল থেকেই তারা এই জার্সি তৈরির গবেষণা চালিয়ে আসছে। এই জার্সি গলিয়ে খেললে খেলোয়াড়দের পেশী বেশি তাপমাত্রা শোষণ করতে পারবে বলে মত বিশেষজ্ঞদের।
মজার বিষয় হলো এই জার্সিতে মূল ম্যাচে খেলতে পারবে না ইংলিশরা। ম্যাচ শুরুর আগে অনুশীলনে এবং ম্যাচের বিরতিতে এই প্যান্ট পরতে পারবে দেলে আলি, জ্যামি ভার্ডি, মার্কাশ রাশফোর্ড, রাহিম স্টার্লিং, হ্যারি কেইন, ড্যানি ওয়েলবেকরা।
লিজার্ড হিট নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইংল্যান্ডের এই বিশেষ জার্সি বানানোর। টিম ডক্টর রবিন চক্রবর্তী এ ব্যাপারে জানান, আমি গত বছর থেকে এই জার্সির ডিজাইন নিয়ে কাজ করেছি। সেন্ট পিটার্সবার্গের আবহাওয়া জানতে এখানে এসেছিলাম। এদিকে, লিজার্ড হিটের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস অ্যাশডাউন জানান, আমি এই জার্সির প্রথম আইডিয়া পেয়েছি ফর্মুলা ওয়ানের (রেসিং কার) প্রতিযোগিতা থেকে। তারা রাবার সংবলিত এক ধরনের প্যান্ট পরতো। আমি এটা ফুটবলে নিয়ে এসেছি। বিজ্ঞান কিংবা প্রযুক্তি আমাদের এতে সাহায্য করেছে। ফুটবলাররা অতি তাপমাত্রায় আইসব্যাগ, পানির বোতল কিংবা কম তাপমাত্রায় কম্বল নিয়ে বসে থাকে। আমাদের তৈরি এই বিশেষ জার্সিতে সেটা করতে হবে না ইংলিশ ফুটবালারদের।
তবে, শুধু ইংলিশদেরই এই জার্সি দেওয়া হচ্ছে না। লিজার্ড হিটের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি, এভারটন, সোয়ানসি সিটি এবং লিডসের জন্য এই জার্সির ব্যবস্থা থাকছে। সেগুলো প্যারিস থেকে বানানো হবে পরের মৌসুমে। এছাড়া, গ্যারেথ বেলদের ওয়েলস জাতীয় দলের জন্যও থাকছে এই বিশেষ জার্সিটি।
আগামী ২৪ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ইংল্যান্ড মুখোমুখি হবে পানামার। ম্যাচটি হবে নিজনি নভগোরোদ স্টেডিয়ামে। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংলিশরা ২৮ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় কালিনিনগ্রাদে লড়বে বেলজিয়ামের বিপক্ষে।
সারাবাংলা/এমআরপি