Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রেসিংরুমে তামিমকে মিস করবেন শান্ত

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬

তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি।

দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে ‘দ্বিতীয়বার’ বিদায় বলেছেন তামিম ইকবাল। ২০২৩ সালের জুলাইয়ে অবসর নিলেও সেই সিদ্ধান্ত বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে। যদিও এরপর আর বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি তামিমের। নতুন করে তামিমের দলে ফেরার ব্যাপারটা প্রাসঙ্গিক হয়ে ওঠে চ্যাম্পিয়নস ট্রফির জন্য। সিলেটে নির্বাচকরা অনুরোধ করেন তাকে দলে ফেরার জন্য। কিন্তু দুইদিন সময় নিয়ে তামিম তাদের জানিয়ে দেন বাংলাদেশ ক্রিকেটের সাথে তার পথচলা এখানেই শেষ।
সব মিলিয়ে বিদায়টা মাঠ থেকে হয়নি বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। কিন্তু মাঠেই রেখে গেছেন অসংখ্য স্মৃতি, রেকর্ড আর ক্রিকেটীয় কীর্তি। দেশ সেরা ওপেনারের বিদায়ে অনেকেই স্মৃতিচারণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন তামিমের দীর্ঘদিনের সতীর্থরা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানালেন, ড্রেসিংরুমে তামিমকে মিস করবেন তারা।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তামিমের উদ্দেশ্যে এক পোস্টে শান্ত লেখেন-
প্রিয় তামিম ভাই
আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।
আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে, এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।
আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক।
ভালো থাকবেন, তামিম ভাই।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

আরো