বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড স্মিথের
১১ জানুয়ারি ২০২৫ ১৮:০৫
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির গ্যাবা টেস্টের পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। লাল বলের ফর্মটা যেন টি-টোয়েন্টির সাদা বলেও টেনে আনলেন স্টিভেন স্মিথ। আজ (শনিবার) বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে নেমে পার্থ স্কর্চার্সের বিপক্ষে খেলেছেন ১২১* রানের অনবদ্য এক ইনিংস। ৫৮ বলে সেঞ্চুরি তুলে দেখিয়ে দিলেন টি-টোয়েন্টি ব্যাটিংটা এখনো জানা আছে তার। এই সেঞ্চুরিতে তার নাম উঠল বিগ ব্যাশের রেকর্ডবুকে। বিগ ব্যাশের যুগ্ম সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন স্মিথ।
স্মিথের আগে এই তালিকায় একাই ছিলেন বেন ম্যাকডারমট। তিনটি সেঞ্চুরি ছুঁতে ম্যাকডারমটকে ব্যাট করতে হয়েছে ৯৬ ইনিংস। আর স্মিথ তাকে ছুঁলেন মাত্র ৩২ ইনিংসে। বিগ ব্যাশে শেষ সাত ইনিংসে স্মিথের আছে তিন সেঞ্চুরি। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে স্মিথের সেঞ্চুরি সংখ্যা এখন চার।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষে বিগ ব্যাশের চলতি আসরে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত স্মিথের। ১২১ রানের ইনিংসের পথে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ৩১ হাজারের বেশি দর্শককে আনন্দ দিয়েছেন সাতটা ছয় মেরে। ইনিংসে আছে দশটি চারও। ৩৬ বলে ফিফটি ছোঁয়ার পর বাকি পঞ্চাশ পেরোতে লেগেছে তার মাত্র ২৭ বল। তার এই ঝড়ো ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩ উইকেট ২২০ রানের সংগ্রহ পায় সিডনি সিক্সার্স। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট ২০৬ রান করে পার্থ। ১৪ রানের এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল স্মিথের দল।
৩৫ বছর বয়সী স্মিথ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন গত বছরের ফেব্রুয়ারিতে। জায়গা হয়নি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলেও। সর্বশেষ আইপিএলের নিলামেও ছিলেন অবিক্রিত। বিগ ব্যাশের আগে স্বীকৃত টি-টোয়েন্টির মধ্যে সবশেষ এই ডানহাতিকে দেখা গেছে মেজর লিগ ক্রিকেটে।
সারাবাংলা/জেটি