Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারেও রোনালদো, জেনে নিন পাঁচটি তথ্য


১৭ জুন ২০১৮ ১৫:৪২

সারাবাংলা ডেস্ক ।।

স্পেনের বিরুদ্ধে ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদোর ভঙ্গিগুলো ছিলো দেখার মতো। যেনো… দেখিয়ে দিলাম একটা ভাব। হবে না কেনো? বিশ্বকাপ আসরে চতুর্থবারের মতো নেমেই মাত করে দিয়েছেন সিআর-সেভেন। হ্যাটট্রিক করা ম্যাচটি যে রোনালদোরই ছিলো তাতে সন্দেহমাত্র নেই। তবে সে কথা নয়… কথা হচ্ছে গায়ে গতরে এখনো যতটা শক্তি সামর্থ্য ধরে রেখেছেন এই পর্তুগীজ তারকা তাতে তাকে নাকি ২০২২ সালের কাতার আসরেও দেখা যাবে। কথাটি বলেছেন খোদ বার্নান্দো সিলভা, রোনালদোর বস। আর স্পেনের বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার পর এ কথা অস্বীকার করা, কিংবা প্রত্যাখ্যান করার জো কারও নেই।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতেছেন রোনালদো। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে তার ছিলো ৪৪ গোল। আর গত শুক্রবার সোচিতে হ্যাটট্রিকের সুবাদে রোনালদো এখন চার বিশ্বকাপে গোল করা চতুর্থ ফুটবলার হিসেবে উঠে এসেছেন পেলে, মিরোস্লাভ ক্লোসার তালিকায়।

প্রথম গোলটি রোনালদো করেন ১২বছর আগে ইরানের বিরুদ্ধে। পর্তুগালের হয়ে ৮৪টি গোল করেছেন সিআর-সেভেন। তার বয়সী অন্য অনেক খেলোয়াড়ই জৌলুস হারিয়েছেন বা হারাচ্ছেন। সেটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু রোনালদোর জৌলুস যেনো বাড়ছে আর বাড়ছেই। পর্তুগাল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এমন অনেক ম্যাচই তিনি উপহার দিয়েছেন। আর যেভাবে খেলে চলেছেন তাতে ২০২২ সালের কাতার বিশ্বকাপ আসরে ৩৭ বছরের রোনালদো মাঠে নামলে তাতে বিস্ময়ের কিছু থাকবে না বলেই মত বিশেষজ্ঞদের।

পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস তো রোনালদোকে বিশ্বের সেরা হিসেবেই দেখেন। পর্তুগীজ হিসেবে নিজের গর্বের কথা জানিয়ে তিনি বলেন, আমি খুব খুশি আর আশা করছি কাতার বিশ্বকাপেও রোনালদোই দেশের পতাকা বহন করবে।

বিজ্ঞাপন

আরও পাঁচটি প্রধান তথ্য জেনে নিন:
১। রোনালদো তৃতীয় পর্তুগীজ ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন। অন্য দুজন- ইউসেবিয়ো ও পলিতা।
২। তিনি বিশ্বের একমাত্র ফুটবলার যিনি সমসাময়িক ৮টি প্রধান টুর্নামেন্টের সবগুলোতেই গোল করেছেন।
৩। চারটি বিশ্বকাপে তিনি গোল করেছেন। এই তালিকায় আরও রয়েছেন পেলে, সিলার ও ক্লোসা।
৪। স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে তার গোল সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়ে এখন ৬টি।
৫। এই সময়ে ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে ৪৫টি ফ্রি-কিক নিলেও একমাত্র শুক্রবারের ফ্রি-কিকটি থেকেই গোল এলো রোনালদোর।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর