Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষাতেও উৎরাতে ব্যর্থ সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ২১:২২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২১:২৬

সাকিব আল হাসান

ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে গত ডিসেম্বরে ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায় পাস করতে পারেননি। ভারতের চেন্নাইতে দ্বিতীয় পরীক্ষা দিয়েছিলেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে জানাল, দ্বিতীয় পরীক্ষাতেও পাস করতে পারেননি সাকিব।

অর্থাৎ আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশি অলরাউন্ডারের বোলিংয়ের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা বলবৎ থাকছে। খবরটি এমন সময় এলো যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জমা দেওয়ার মাত্র ১ দিন বাকি।

বিজ্ঞাপন

এমন খবরের পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিবের থাকার সম্ভবনা নেই বললেই চলে। কারণ এই সময়ের মধ্যে তার আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব নয়। আর সম্প্রতি সময়ে সাকিব ব্যাট হাতে যেমন ফর্মে তাতে তাকে শুধু ব্যাটার হিসেবে দলে নেওয়ার সম্ভবনা খুবই কম।

সে হিসেবে বলা যায়, তামিম ইকবালের পর সাকিব আল হাসানও যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না তা মোটামুটি নিশ্চিত। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ফিল্ড আম্পায়ার। ডিসেম্বরে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, বোলিং পরীক্ষা সাকিব ফেল। তার বোলিং অ্যাকশনে ত্রুটি আছে।

আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হন সাকিব। সেই নিষেধাজ্ঞা কাটাতে ডিসেম্বরের ২১ তারিখে ভারতের চেন্নাইয়ে আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, সেই পরীক্ষাতেও পাস করতে পারেননি সাকিব। বিসিবির বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, এই মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করবে না বিসিবি।

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর