টিম কম্বিনেশনের জন্যই চ্যাম্পিয়নস ট্রফিতে নেই সাকিব
১২ জানুয়ারি ২০২৫ ১৬:৩২
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে সাকিব আল হাসানের না থাকাটা অনুমিতই ছিল। অবশেষে হলোও তাই। সাকিবকে ছাড়াই আজ (রবিবার) চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। বাঁহাতি এই অলরাউন্ডারকে ১৫ সদস্যের দলে জায়গা না দেয়ার ব্যাখাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু জানান, মূলত টিম কম্বিনেশনের জন্যই সাকিবকে দলে রাখেননি তারা।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহের মুখে পড়েন সাকিব। গত ০২ ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি। পরবর্তীতে চেন্নাইয়ের এক বোলিং ল্যাবে দেয়া পরীক্ষাতেও ফল পক্ষে আসেনি সাকিবের। অ্যাকশন না শুধরানোর আগ পর্যন্ত আন্তর্জাতিক ও বিদেশের ঘরোয়া লিগগুলোতে বোলিংয়ে নিষিদ্ধ হন তিনি। তবে ব্যাটার হিসেবে খেলতে কোনো বাধা ছিল না সাকিবের।
তবে বিসিবির নির্বাচক প্যানেল চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে শুধু ব্যাটার হিসেবে খেলাতে চায়নি। সাকিবকে দলে না রাখার ব্যাখায় লিপু বলেন, ‘বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পরীক্ষায় নেগেটিভ তাই শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। আমরা তাকে দল গঠনে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেছি। কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি’
সাকিব যাচ্ছেন না চ্যাম্পিয়নস ট্রফিতে, এই ব্যাপারে তার সঙ্গে নির্বাচকদের আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারটা ভিন্ন। বোলিং অ্যাকশন নিয়ে ঝামেলায় ছিলেন। সাধারণত অপারেশন্স থেকে আলাপ হয়। সেই প্রসেসই ফলো করা হয়েছে। আমরা অপারেশন্স থেকেই ফিডব্যাকটা পাচ্ছি।’
অথচ একটা সময় সাকিব দলে থাকা মানেই বাড়তি একটা ভারসাম্য যোগ হওয়ার ব্যাপার ছিল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রাখতে পারতেন তিনি, সাকিবের এই অলরাউন্ড রোলের জন্যই প্রতিপক্ষ-কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত একজন ব্যাটার কিংবা বোলার খেলানোর স্বাধীনতা পেত দল। তাই সংবাদ সম্মেলনেও প্রশ্ন উঠল, বোলিং ঠিক থাকলে সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে খেলা সাকিব দলে থাকতেন কিনা?
‘কেউ রিটায়ার না করলে এভেইলেবল, প্রেসিডেন্ট যেমন বলেছেন। ফিটনেস বা অন্য সমস্যা আছে কিনা সব ক্লিয়ারেন্স আমরা চাই। এখানে আসার আগেই বোর্ডকে নাম দিয়েছি। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি’, বলেন লিপু।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি গাজী আশরাফ হোসেন লিপু বিসিবি সাকিব আল হাসান