অনভিষিক্ত পারভেজ কেন চ্যাম্পিয়নস ট্রফিতে?
১২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭
দুই বছরের মধ্যে সাতটি টি-টোয়েন্টি খেলেছেন, কিন্তু এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি পারভেজ হোসেন ইমনের। লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড-পরিসংখ্যানও বেশ সাদামাটা বাঁহাতি এই ব্যাটারের। তবুও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন তিনি। বড় মঞ্চের দলে তার অন্তর্ভুক্তি নিয়ে জাগছে কৌতুহল, প্রশ্নও উঠেছে। এ নিয়ে আজ (রবিবার) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, আগ্রাসী মানসিকতার জন্যই পারভেজকে দলে রেখেছেন তারা।
পারভেজ দলে এসেছেন মূলত লিটন দাস বাদ পড়ায়। সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ধুঁকতে থাকা লিটনকে ছাড়াই ঘোষণা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড। এই দলে মূল ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। পারভেজ যাচ্ছেন ব্যাক আপ ওপেনার হিসেবে।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা পারভেজের খ্যাতি আছে আগ্রাসী ব্যাটার হিসেবে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মেরে খেলতে পছন্দ করেন তিনি। ভারতের বিপক্ষে গত বছরের টি-টোয়েন্টি সিরিজেও দেখা মিলেছে পারভেজের আগ্রাসী ব্যাটিংয়ের।
পারভেজের অন্তর্ভূক্তি নিয়ে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘ওর হয়তো তেমন বড় কোনো অবদান নাই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুজছি, পাওয়ার প্লেতে এগ্রেসিভ ব্যাটিং, সেটা ওর মধ্যে আছে। বিকল্প কাউকে লাগলে সে (তানজিদ-সৌম্যর মতো) একই ছন্দেখেলতে পারবে। দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সবসময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো তিনি অবদান রাখতে পারবেন। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে।’
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিলেন পারভেজ। কিন্তু কোনো ম্যাচ না খেলেই ফিরে আসতে হয় তাকে। লিটনই খেলেছেন সব ম্যাচে। রান খরায় ভুগতে থাকা লিটনের বদলে কেন পারভেজকে খেলানো হয়নি? এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘এসবে নির্বাচক কমিটি সাধারণত ইন্টারফেয়ার করে না। কোচ ও অধিনায়ক মূল সিদ্ধান্ত নেয়। কখনও কখনও আমরা আলোচনায় যাই নির্দিষ্ট কোনো প্লেয়ার নিয়ে। তানজিদ তামিমের যে এপ্রোচ, সেটার সঙ্গে মিল রেখে একজনকে খুঁজছি। তাই আমরা নতুন একজনকে সুযোগ দিচ্ছি। লিটনের ওপর যথেষ্ট আস্থা আছে। ফর্ম হয়তো হারাতেই পারে। এনালিস্টদের সঙ্গে বসে বুঝতে পেরেছি, প্রতিপক্ষ দলও সূক্ষ্মভাবে আমাদের বিশ্লেষণ করে। তার আউটের প্যাটার্ন, রানের জায়গাগুলো বন্ধ হয়ে যায়।
ব্যাটিং এপ্রোচটা একপাশে সরিয়ে রাখলে পারভেজকে ওয়ানডে দলে নেয়ার বিচারের মাপকাঠি হতে পারে তার লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৫৪ ম্যাচে চার সেঞ্চুরিতে ১৮৫২ করেছেন ৩৫.৬১ গড়ে, ফিফটি আছে ১১টি। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত মৌসুমে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৩ ম্যাচে ৬২৩ রান করেন তিন সেঞ্চুরিতে।
সারাবাংলা/জেটি