Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুততম সেঞ্চুরি লিটনের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২০:০০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৪১

৪৪ বলে সেঞ্চুরি করেছেন লিটন দাস

আগের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪৩ বলে করেছিলেন ৭৩ রান। আজ (রবিবার) দুর্বার রাজশাহীর বিপক্ষে এক বল বেশি খেলে স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিটা ছুঁয়ে ফেললেন লিটন দাস। গড়েছেন বিপিএলের ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আট চার ও সাত ছক্কার মারে ছুঁয়েছেন ক্রিস গেইলের গড়া ১২ বছর আগের রেকর্ড।

২০১২ সালের বিপিএলে বরিশাল বার্নার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসের দ্রততম সেঞ্চুরির রেকর্ড গড়েন গেইল। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন লিটনই।

বিজ্ঞাপন

ওয়ানডে ক্রিকেটে তো বটেই চলতি বিপিএলেও রান খরার ভুগছিলেন লিটন। জায়গা হয়নি আজ চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলেও। আর এমন দিনের জন্যই যেন নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন লিটন। তানজিদ হাসানের সাথে প্রথম চার ওভারে দেখেশুনে খেললেও পঞ্চম ওভার থেকে শুরু লিটনের তাণ্ডব। মেহেরব হোসেনকে দুই চার এক ছক্কা মেরে শুরু। শফিউল ইসলামকেও পেটালেন একই ধাচে পরের ওভারে। মাত্র ২৪ বলে তুলে নেন আসরের টানা দ্বিতীয় ফিফটি।

ইনিংসের ১২ তম ওভারে মেহেরবকে আবার সামনে পেয়ে মারেন টানা দুই ছক্কা। সোহাগ গাজী কিংবা রাজশাহীর সেরা বোলার তাসকিন আহমেদও বাদ যাননি লিটনের ব্যাটিং ঝড় থেকে। ইনিংসের শেষ বলেও ছক্কা মারেন লিটন। দলকে নিয়ে যান ২৫০ ছাড়িয়ে। লিটনের সাথে তানজিদের সেঞ্চুরিতে ঢাকা গড়ে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৫৪ রানের দলীয় সংগ্রহের রেকর্ড।

ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে টিকে থেকে লিটনের সংগ্রহ ৫৫ বলে ১২৫*। দশ চারের সাথে নয় ছক্কায় সাজিয়েছেন দুর্দান্ত এই ইনিংস।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

ঢাকা ক্যাপিটালস বিপিএল ২০২৫ লিটন দাস

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর