Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সেঞ্চুরিতে রেকর্ডবুক উলট-পালট: ইতিহাস গড়লেন লিটন-তানজিদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২০:২৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৫০

একাদশ বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। তাতে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল যাদের নিয়ে সেই লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে আজ ব্যাট হাতে রীতিমতো মহা-প্রলয় ঘটিয়ে দিলেন। বিপিএলে ব্যাটিংয়ের যত রেকর্ড দুজন মিলে সব উলট-পালট করেছেন। দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকার দুই ওপেনার ব্যাট করেছেন ২০তম ওভারের তৃতীয় বল পর্যন্ত। সেঞ্চুরি পেয়েছেন দুজনই।

দুজনের ব্যাটিং টর্নেডোতে ২৫৪ রানের সংগ্রহ গড়েছে ঢাকা। বিপিএল ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের স্কোর এটা। ১০৮ রান করে আউট হয়েছেন তানজিদ হাসান তামিম। আর লিটন দাস অপরাজিত ছিলেন ১২৫ রান করে। আজই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটনকে তাতে রাখা হয়নি। সেই ঝালটা বুঝি আজ রাজশাহীর বোলারদের ওপর মেটানোর পন করেছিলেন লিটন!

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় বলে সানজামুল ইসলামকে চার হাঁকিয়ে শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম। সেই ঝড় থেমেছে ইনিংসের শেষ বলে লিটনের ছক্কার মধ্যদিয়ে। অফ ফর্মে থাকা লিটন ঢাকার একাদশ থেকেও বাদ পরেছিলেন। এক ম্যাচ পর দলে ফিরে গত ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। তবে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পরার দিনে যা করলেন সেটা রীতিমতো অবিস্মরণীয়!

ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে লিটন যখন মাঠ ছাড়ছিলেন তার নামের পাশে তখন জ্বলজ্বল করছে ১২৫ রান। মাত্র ৫৫ বলে এই রান করতে লিটন চার হাঁকিয়েছেন ১০টি, আর ছক্কা ৯টি। ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন। বিপিএল ইতিহাসে যৌথভাবে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৪৪ বলে সেঞ্চুরি করে আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এককভাবে ছিল ক্রিস গেইলের দখলে। লিটন আজ তাতে ভাগ বসালেন।

বিজ্ঞাপন

লিটনের সঙ্গে তানজিদ হাসান তামিমও কম যাননি। ২০তম ওভারের তৃতীয় বলে সীমানায় ক্যাচ হওয়ার আগে ১০৮ রান করেছেন তামিম। ৬৪ বলে এই রান করতে চার হাঁকিয়েছেন ৬টি, আর ছক্কা ৮টি। ওপেনিং জুটিতে দুজন তুলেছেন ২৪১ রান। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ জুটির রেকর্ড এটা।

আগের রেকর্ডটি ছিল ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ২০১৭ সালের বিপিএলে মিরপুরে ২০১ রানের জুটি গড়েছিলেন দুজন।

লিটন-তানজিদ ঝড়ে আজ ঢাকার ইনিংস থেমেছে ২৫৪ রানে। বিপিএলে দলীয় সর্বোচ্চ স্কোরের কেরর্ডও এটা। আগের রেকর্ডটি ছিল ২৩৯ রানের। ২০১৯ সালের বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল রংপুর রাইডার্স।

সারাবাংলা/এসএইচএস

তানজিদ হাসান তামিম বিপিএল ২০২৫ লিটন দাস

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর