Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের নাওয়াজকে ধাক্কা দিয়ে জরিমানা গুনলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:২০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৭

গতকাল একাদশ বিপিএলের ১৭তম ম্যাচটা ছিল উত্তেজনায় ঠাসা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন সিলেটের তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

খুলনার পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের সঙ্গে লেগে গিয়েছিল তানজিম সাকিবের। নাওয়াজকে সজোরে ধাক্কাও দিয়েছেন সাকিব। এই ঘটনায় বড় শাস্তিই হয়েছে জাতীয় দলের তরুণ পেসারের। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সাকিবের। সঙ্গে নামের সঙ্গে যুক্ত হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান। সাকিব অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পরেনি।

ঘটনা খুলনা ইনিংসের ১৯তম ওভারে। সাকিবকে তিন চার হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন নাওয়াজ। পরের বলে নাওয়াজকে আউট করেই বুনো উল্লাসে মেতে উঠেন সাকিব। দুজনে মুখোমুখি হয়ে নাওয়াজকে ধাক্কাও দেন বাংলাদেশের তরুণ পেসার। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে। পরে মাঠে উপস্থিত ক্রিকেটাররা পরিস্থিতি সামলে নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

তানজিম হাসান সাকিব বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

কবরী: স্মৃতিতে ‘মিষ্টি মেয়ে’
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর