Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্টারিকার বিপক্ষে ১-০ গোলের জয় সার্বিয়ার


১৭ জুন ২০১৮ ১৮:৫৪ | আপডেট: ১৭ জুন ২০১৮ ২০:০৭

সারাবাংলা ডেস্ক ।।

বিশ্বকাপে গ্রুপ ‘ই’র ম্যাচে মুখোমুখি হয়েছিল কোস্টারিকা-সার্বিয়া। প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচে মুখোমুখি হয়ে ম্যাচ ১-০ গোলের জয় তুলে নিয়েছে সার্বিয়া। জয়সূচক গোলটি করেন সার্বিয়া অধিনায়ক আলেকজান্ডার কোলারভ।

শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রাখতে সমানে সমানে লড়াই চালিয়েছে দুই দল। তবে ম্যাচের প্রথমার্ধে বেশিরভাগ আক্রমনই চালিয়েছে সার্বিয়া। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস মেক্সিকোকে আর সে সুযোগ দেননি।

ম্যাচের ২২ মিনিটে সার্বিয়ার মিডফিল্ডার দুজান তাদিককে ফাউল করে হলুদ কার্ড দেখেন কোস্টারিকার ডিফেন্ডার ফ্রান্সিসকো সালভো। ২৮ মিনিটে সার্বিয়ার হয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন নিকোলা মিলিনকোভিচ। কিন্তু অফসাইডের কারণে সে সুযোগ হারান এই ডিফেন্ডার। এরপর দুই দলই গোল করার চেষ্টা করলেও গোল শূন্য থেকেই বিরতিতে যেতে হয় তাদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সার্বিয়া। বিরতির পর মাঠে নেমে তেমন কিছুই দেখাতে পারেনি কোস্টারিকার খেলোয়াড়রা।

ম্যাচের ৫০ মিনিটে দারুণ এক সুযোগ সৃষ্টি করেন সার্বিয়া স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিক। কিন্তু এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নেন কোস্টা রিকা নাভাস। তবে ৬ মিনিট পর মিত্রোভিককে ফাউল করে হলুদ কার্ড দেখেন কোস্টারিকার ডেভিড গুজম্যান। সেখান থেকে ফ্রি-কিক পেয়ে গোল করে সার্বিয়াকে এগিয়ে নেন অধিনায়ক আলেকজান্ডার কোলারভ (১-০)।

এরপর ম্যাচের ৬০ মিনিটে কোস্টারিকা ফরোয়ার্ড ইয়োহান ভেনেগাসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সার্বিয়া ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিক। এক মিনিটের ব্যবধানে ভেনেগাসের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন কোস্টারিকার মিডফিল্ডার ক্রিশ্চিয়ান বোলানস। এরপর ম্যাচের ৬৬ মিনিটে আর্সেনাল স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেলের বদলি হিসেবে মাঠে নামান ফরোয়ার্ড মার্কো ইউরেনাকে।

বিজ্ঞাপন

ম্যাচের ৭০ মিনিটে অ্যাদেম এলজাজিকের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ফিলিপ কোস্তিক। চার মিনিটের ব্যবধানে ডেভিড গুজম্যানের বদলি হিসেবে নামেন ড্যানিয়েল কলিন্দ্রেস।

ম্যাচের ৮৩ মিনিটে রক্ষণভাগের শক্তি বাড়াতে মিডফিল্ডার দুজান তাদিককে তুলে নিয়ে ডিফেন্ডার আন্তোনিও রুকাভিনাকে মাঠে নামান সার্বিয়ান কোচ। ম্যাচের ৯০ মিনিটে স্ট্রাইকার মিত্রোভিকের বদলি হিসেবে মাঠে নামেন আলেকজান্ডার প্রিজোভিক।

যোগ করা সময়ের শেষ মিনিটে থ্রো ইন সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়ায়। এরপর কোস্টারিকার ডিফেন্ডার জনি অ্যাকোস্টার মুখে ইচ্ছাকৃত ভাবে হাত দেয়ায় ভিডিও রেফারির সিদ্ধান্তে হলুদ কার্ড দেখেন সার্বিয়ান স্ট্রাইকার প্রিজোভিক।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর