সিলেটকে বিশাল টার্গেট দিল চিটাগং
১৩ জানুয়ারি ২০২৫ ১৫:২১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩১
চমক হিসেবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া পারভেজ হোসেন ইমন চিটাগং কিংসের হয়ে ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের উসমান খান ও ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক তারপর হাল ধরলেন দারুণভাবে। শেষ দিকে আরেক পাকিস্তানি হায়দার আলী রীতিমতো ঝঢ় তুললেন ব্যাটে। সব মিলিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিশাল স্কোর পেয়েছে চিটাগং।
একাদশ বিপিএলের ১৯তম ম্যাচে আগে ব্যাটিং করে ২০৩ রান তুলেছে চিটাগং। ফিফটি করেছেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। আর হায়দার আলী শেষ দিকে মাত্র ১৮ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন।
সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ বলে ৭ রান করা পারভেজ হোসেন ইমনকে শুরুতেই হারায় চিটাগং। তবে দ্বিতীয় উইকেটে উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটিটা ছিল দুর্দান্ত। ৩৯ বলে ৬৮ রান তুলেছেন দুজন। উসমান ৩৫ বলে ৮ চার ১ ছয়ে ৫৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
এরপর ক্লার্কের সঙ্গে জুটি বেঁধেছিলেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। গ্রাহাম ক্লার্ক ৩৩ বলে ৩টি চার ৫টি ছয়ে ৬০ রান করে ফিরেছেন দলীয় ১৪৮ রানের মাথায়। তখন ১৬তম ওভারের খেলা চলে। বাকি সময়ে সিলেটের বোলারদের স্রেফ তুলাধুনা করেছেন হায়দার আলী।
১৮ বল খেলে অপরাজিত ৪২ রান করার পথে ৩টি চার ৪টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানি তরুণ। মোহাম্মদ মিঠুন ১৯ বলে ২৮ রান করেছেন। সিলেটের হয়ে ২৮ রানে দুই উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।
সারাবাংলা/এসএইচএস