Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেসিও মানুষ’


১৭ জুন ২০১৮ ২০:২৩

।।সারাবাংলা ডেস্ক।।

বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি মিসের ঘটনায় সমালোচনা ঝড় বইছে চারদিকে।  তবে, এমন সময়ে মেসির পাশে দাঁড়াতে কালক্ষেপন করেন নি সতীর্থ সার্জিও আগুয়েরো।

এই ম্যানচেস্টার সিটি তারকার গোলেই ডি গ্রুপে শনিবার মস্কোতে আইসল্যান্ডের সঙ্গে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।  তার কিছুক্ষণ পরই আইসল্যান্ডের আলফ্রেড ফিনবোগাসন সমতায় ফেরান দেশটির বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করে। এটা আগুয়েরোর জন্য প্রথম বিশ্বকাপ গোল ছিল।  সমতায় থাকা আর্জেন্টিনাকে এগিয়ে নেয়ার পেয়েছিল মেসি।  পেনাল্টি আটকে দেন হ্যান্স থর হ্যাল্ডারসন।

তারপর থেকেই সমালোচনার ঝড় বইছে।  তবে, এমন অবস্থায় সবার আগে মেসির পাশে দাঁড়ালেন আগুয়েরো।  তিনি জানালেন, ‘সে সাধারণ, সে মানুষ।  আমি জানি, সে যে কোন মুহূর্তে ম্যাচ বের করে নিয়ে আসতে পারে’।

‘আর্জেন্টিনার জন্য প্রথম ম্যাচ জেতা কঠিন ছিল।  আর্জেন্টিনার সব দলের বিপক্ষেই জিততে চায়।  আশা করছি ক্রোয়েশিয়ার ম্যাচটা একটু সহজ হবে। ’ যোগ করেন তিনি।

আগুয়েরো বলেন, আমরা প্রথম ম্যাচটা জিততে চেয়েছিলাম।  আমরা সবকিছু দিয়ে চেষ্টা করেছি।  আমরা পারিনি।  প্রথম ম্যাচটা জেতা কোনওসময় সহজ না।  কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে’।

সমর্থকদের উদ্দেশ্যে আগুয়েরো জানান, ‘আমরা আমাদের সমর্থকদের সবসময় পাশে চাই।  সামনে তাদেরকেই আমাদের দরকার’।

এদিকে নাইজেরিয়ার বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ক্রোয়েশিয়া। মেসি-আগুয়েরোদের আর দুটি ম্যাচ বাকী আছে। ২২জুন ক্রোয়েশিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে মেসিরা। ও শেষ ম্যাচ ২৭ জুন নাইজেরিয়ার বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর