Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কেউ চায় কুমিল্লা বিভাগ, কেউ চায় নোয়াখালী বিভাগ’

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

ম্যাচ শেষে হাসান মাহমুদ মোহাম্মদ সাইফউদ্দিন

বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স, চলছে জয়রথ। রান তাড়া কিংবা স্বল্প পূঁজি নিয়েও প্রতিপক্ষকে আটকে দেয়া; সবকিছুই যেন অনায়াসে করে ফেলছেন নুরুল হাসান সোহানরা। গতকাল খুলনা টাইগার্সকে শেষ বলে হারিয়ে জিতল টানা সাত ম্যাচ। রান তাড়ায় নামা খুলনার বিপক্ষে দারুণ সেই জয়ের ম্যাচে শেষ ওভারটা করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ওভারেই পড়েছে খুলনার তিন উইকেট,  জয়ের জন্য ১২ রান লাগলেও সাইফউদ্দিন দিয়েছেন মাত্র তিন রান।

বিজ্ঞাপন

দারুণ উত্তেজনার সেই ম্যাচ জিতিয়ে দলের বাকি সবার মতো ফুরফুরে মেজাজে আছেন সাইফউদ্দিনও। তাই তো ম্যাচ শেষে প্রতিপক্ষ খুলনার পেসার হাসান মাহমুদের সাথেও মাতলেন খুনসুটিতে। গতকাল সাইফের ওভারে নাসুম আহমেদ রান আউট হওয়ার পর উইকেট আসেন হাসান। কিন্তু ওপর প্রান্তে উইকেট পড়তে থাকায় স্ট্রাইকে যাওয়ার সুযোগ পাননি তিনি। তবে ম্যাচে শেষে ধরা পড়লেন সাইফউদ্দিনের সাথে করমর্দনরত অবস্থায়।

সেই ছবিটাই নিজের ফেসবুক পেইজে পোস্ট করে সাইফউদ্দিন লিখেছেন, ‘দুই জনেই চট্টগ্রাম বিভাগের, কিন্তু কেউ চায় কুমিল্লা বিভাগ কেউ চায় নোয়াখালী বিভাগ।’

সাইফউদ্দিনের ফেসবুক পোস্ট

সাইফউদ্দিনের বাড়ি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায়, আর হাসানের বাড়ি একই বিভাগের লক্ষীপুর। মূলত কুমিল্লা, নোয়াখালীকে বিভাগ করতে এই দুই জেলার মানুষের দাবির সেই ব্যাপারটিকে সামনে এনেই রসিকতা করে সেই পোস্ট দেয়া সাইফউদ্দিনের। যদিও সাইফউদ্দিন নিজে সেই পোস্ট দেননি। পোস্টের হ্যাশট্যাগেই লেখা আছে পেইজ এডমিনের কাজ সেটি।

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স বিপিএল ২০২৫ মোহাম্মদ সাইফউদ্দিন রংপুর রাইডার্স হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর