বিপিএলে পেসারদের দাপট, শীর্ষে তাসকিন
১৪ জানুয়ারি ২০২৫ ১৭:১১
ঢাকা থেকে সিলেট ঘুরে বিপিএলের আয়োজন এখন চট্টগ্রামে। ঢাকা আর সিলেট পর্বে রান উঠেছে দেদারসে। ২০ ম্যাচের আট ইনিংসেই দলীয় সংগ্রহ পেরিয়েছে দুশো। সেঞ্চুরি হয়েছে এখন পর্যন্ত পাঁচটি। তবে ব্যাটারদের এই রান বন্যার মধ্যেও দাপট দেখিয়েছেন পেসাররা। যেখানে সবাইকে ছাড়িয়ে গেছেন তাসকিন আহমেদ। এবারের মৌসুমে দারুণ ধারাবাহিক এই ডানহাতি পেসার। ঢাকার রেকর্ড গড়া ২৫৪ রানের ইনিংসেও তাসকিন ছিলেন রাজশাহীর সবচেয়ে সফল বোলার।
এক নজরে দেখে নিন, বিপিএলের সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারিকে-
তাসকিন আহমেদ, দুর্বার রাজশাহী
ফরচুন বরিশালের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচেই দারুণ শুরু করেছিলেন তাসকিন। ৩১ রানে নেন তিন উইকেট। তবে দ্বিতীয় ম্যাচে করেছেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই নিয়েছেন সাত উইকেট। যা বিপিএলের সেরা বোলিং ফিগার তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও তৃতীয় সেরা। সব মিলিয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে তাসকিনের সংগ্রহ সর্বোচ্চ ১৪ উইকেট।
আবু হায়দার রনি, খুলনা টাইগার্স
চিটাগং কিংসের বিপক্ষে ৪৪ রানে চার উইকেট নিয়ে আসর শুরু করা আবু হায়দার রনি হয়ে উঠেছেন খুলনা টাইগার্সের পাওয়ারপ্লে আর ডেথ ওভারের ভরসা। টুর্নামেন্টে যে পাঁচ ম্যাচ খেলেছেন উইকেটহীন থাকেননি একটিতেও। ৯.৮৭ ইকোনমিতে রান দিয়ে ১১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এই বাঁহাতি পেসার।
তানজিম হাসান সাকিব, সিলেট স্ট্রাইকার্স
সিলেট স্ট্রাইকার্সের পেস ভরসা তানজিম হাসান সাকিব। সেরা বোলিং ফিগার ২/২৩ হলেও দারুণ ধারাবাহিক এই ডানহাতি পেসার। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় অবস্থানে আছেন সিলেটের এই পেসার।
খুশদিল শাহ, রংপুর রাইডার্স
শীর্ষ বোলারদের তালিকায় একমাত্র বিদেশি ক্রিকেটার পাকিস্তানের খুশদিল শাহ। বাঁহাতি এই স্পিনার সাত ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
শেখ মাহেদী হাসান, রংপুর রাইডার্স
৯ উইকেট নিয়েছেন রংপুরের আরেক স্পিনার শেখ মাহেদী হাসানও। নিজেদের প্রথম ম্যাচে ২৭ রানে চার উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসকে।
নাহিদ রানা, রংপুর রাইডার্স
রংপুরের গতি তারকা নাহিদ রানাও আছেন এই তালিকায়। ৭ ম্যাচে ৯ উইকেট শিকার এই ডানহাতি পেসারের। তারও সেরা বোলিং স্পেল ৪/২৭।
সারাবাংলা/জেটি
তাসকিন আহমেদ দুর্বার রাজশাহী নাহিদ রানা বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স