পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর, বাকিরা কে কোথায়?
১৪ জানুয়ারি ২০২৫ ১৭:৫৪
বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স, চলছে তাদের জয়রথ। রান তাড়া কিংবা স্বল্প পূঁজি নিয়েও প্রতিপক্ষকে আটকে দেয়া; সবকিছুই যেন অনায়াসে করে ফেলছেন নুরুল হাসান সোহানরা। ধারাবাহিক এই সাফল্যে ঢাকা আর সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর। টানা সাত জয়ে ছাড়িয়ে গেছে বাকি সব দলকে। কিন্তু টেবিলের বাকি ছয় দলের কে কোন অবস্থানে?
এখন পর্যন্ত কোনো দলই হারাতে পারেনি রংপুরকে। তবে তাদের বিপক্ষে জয়ের সবচেয়ে কাছে গিয়েছিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। সিলেটে বরিশালের বিপক্ষে শেষ ওভারে সোহানের ব্যাটিং বীরত্বে দারুণ জয় পায় রংপুর। গতকাল সিলেটে হাতে চার উইকেট রেখেও শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেনি খুলনা। সাইফউদ্দিনে দারুণ বোলিংয়ে টানা সপ্তম জয় পায় রংপুর। দারুণ এই পারফরম্যান্সে সাত ম্যাচ শেষে রংপুরের পয়েন্ট ১৪, নেট রান রেট ১.৫৪২।
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে চিটাগং কিংস। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে তৃতীয় স্থানে তামিম ইকবালের ফরচুন বরিশাল। সমান সংখ্যক ম্যাচ খেলে দুটিতে জিতেছে খুলনা, হেরেছে তিনটিতে। তাদের অবস্থান চার।
টানা দুই হারের পর ঘরের মাঠে টানা দুই জয়ে আসর জমিয়ে তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে হোম গ্রাউন্ডে শেষ ম্যাচ হেরে নেমে গেছে পঞ্চম অবস্থানে। টেবিলের নিচের দুই দল যথাক্রমে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। ছয় ম্যাচে দুই জয় রাজশাহীর, হার চারটিতে। আরেক নবাগত দল ঢাকা ক্যাপিটালস জিতেছে মাত্র এক ম্যাচ।
পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলকে নিয়ে শুরু হবে প্লে অফ। একটি এলিমিনেটর ও দুটি কোয়ালিফায়ার শেষে ফাইনালে উঠবে দুই দল।
সারাবাংলা/জেটি