ডিসেম্বরের সেরা ক্রিকেটার বুমরাহ
১৪ জানুয়ারি ২০২৫ ১৮:২৭
‘আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ’-এ ডিসেম্বর মাসের সেরা তিন ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছিলেন ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসন। দর্শক-সমর্থকদের ভোটে বাকি দুজনকে হারিয়ে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ সেরা ক্রিকেটার বুমরাহ। আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে আইসিসি।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের একমাত্র ধারাবাহিক পারফর্মার ছিলেন বুমরাহ। তার অধিনায়কত্বেই প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরু করেছিল ভারত। হয়েছেন বোর্ডার-গাভাস্কার ট্রফির সেরা ক্রিকেটার। ডিসেম্বর মাসে এই সিরিজের তিন টেস্টে অবিশ্বাস্য ১৪.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।
দুর্দান্ত এই পারফরম্যান্সেই আইসিসি র্যাংকিংয়ে ভারতের হয়ে যুগ্ম সর্বোচ্চ ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন বুমরাহ। যদিও বল হাতে দারুণ এই অর্জনের পরেও সেই তিন টেস্টের সবকটিতেই হেরেছে ভারত। দশ বছর পর ভারত সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে।
পার্থে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে সিরিজ শুরু করা বুমরাহ দ্বিতীয় ইনিংসেও নেন তিন উইকেট। একমাত্র সেই টেস্টেই একমাত্র জয় পেয়েছে ভারত। সিরিজের বাকি চার টেস্টে বুমরাহ নিজের সেরা ছন্দে থাকলেও দলকে জেতাতে পারেননি। পাঁচ ম্যাচের সিরিজ শেষ করেছেন ৩২ উইকেট নিয়ে। বোলিং গড়টাও চোখে পড়ার মতো ১৩.০৬।
সিডনিতে সিরিজের শেষ টেস্টের মাঝপথে অবশ্য মাঠ ছাড়তে হয়েছে বুমরাহকে, পিঠের চোটে। স্ক্যান করার পর জানা যায় ব্যাক স্প্যাজমে ভুগছেন এই ডানহাতি পেসার। এই চোটে শঙ্কার মুখে তার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। ইতোমধ্যে আইসিসিতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল পাঠিয়েছে ভারত, তবে এখনো প্রকাশ করেনি কারা যাচ্ছেন চ্যাম্পিয়নস ট্রফিতে।
সারাবাংলা/জেটি