মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে বিশ্ব চ্যাম্পিয়নরা
১৭ জুন ২০১৮ ২১:০১ | আপডেট: ১৭ জুন ২০১৮ ২১:০২
।। সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মানি। ৫৬ বছরে প্রথম দল হিসেবে হিসেবে পর পর দু’বার শিরোপা জেতার লক্ষ্য নিয়ে রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করেছে দলটি। মস্কোর লুঝকিনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে জোয়াকিম লো’র শিষ্যরা।
২০১৪ সালের মতো এবারও অন্যতম ফেভারিট জার্মানি। বিশ্বকাপ আসরে অন্যতম সফল দল জার্মানি ১৮ আসরে অংশ নিয়ে ১৩টি তেই সেমি ফাইনাল, আর আটবার ফাইনাল খেলা দেশটি দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপাও জিতেছে। বিশ্বকাপের দ্বিতীয় আসরে (১৯৩৪ সাল) প্রথমবার অংশ নেয়া দলটি ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ সালে বিশ্ব শিরোপা জিতেছে।
অন্যদিকে, বিশ্বকাপের প্রথম আসরে (১৯৩০) খেলা শুরু করার পর থেকে ১৫ বার অংশ নেয়া মেক্সিকোর সেরা অর্জনের মধ্যে আছে ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা। এই নিয়ে টানা সাতবার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মেক্সিকো। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলা দলটিকে গত বছর কনফেডারেশন কাপে ৪-১ গোলে হারিয়েছিল জার্মানি। তবে কনফেডারেশন কাপে জয় পেলেও চারবারের বিশ্বকাপ শিরোপা জয়ী জার্মানিকে মেক্সিকানরা যে একেবারেই ছেড়ে কথা বলবে না, সেটা বলাই যায়।
তবে, বিশ্বকাপে সফল দলগুলোর মধ্যে জার্মানির নামটা শুরুর দিকে রাখতেই হবে। সব শেষ চারবারের বিশ্বকাপ আসরে সেমিফাইনালে খেলা দলটি যে এবারও চমকে দেখাতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
তবে মেসুত ওজিল, টনি ক্রুসরা গোল বানিয়ে দিতে পারলেও সেই অর্থে বিশ্বমানের স্ট্রাইকার নেই তাদের। দলে জায়গা পাননি দুর্দান্ত মৌসুম পার করা লেরয় সানে। তাই ভরসা হিসেবে থাকছে টিমো ওয়ার্নার, মারিও গোমেজরাই।
সারাবাংলা/এসএন/এমআরপি