Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই লিটন, তামিমের মন খারাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

দুজন মিলে বাংলাদেশের ইনিংসের উদ্বোধন করেছেন অনেকবার। পরিস্থিতি বলছে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা হাওয়ার সম্ভবনা নেই। বলা হচ্ছে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের কথা। বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পরেছেন লিটন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা তামিম বললেন, লিটনের বাদ পড়ারা মন খারাপ করে দিচ্ছে।

জাতীয় দলের দুই ওপেনার এবার বিপিএল খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। বিপিএলেও অফ ফর্মে ছিলেন লিটন। ঢাকার একাদশ থেকে বাদও পরেছিলেন। যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা হলো তার পর দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিলেন ঢাকা হয়ে। সেদিন ওপেনিংয়ে লিটনের সঙ্গী তানজিদ তামিমও সেঞ্চুরি পেয়েছিলেন।

বিজ্ঞাপন

আগামীকাল শুরু হতে যাচ্ছে পিএলের চট্টগ্রাম পর্ব। কাল মাঠে নামবে তামিম-লিটনদের ঢাকা ক্যাপিটালসও। আজ অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন ঢাকার ক্রিকেটাররা।

এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তানজিদ হাসান তামিম। সেখানে উঠল চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটনের বাদ পড়ার প্রসঙ্গ। তামিম বলেন, ‘ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি.. উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।’

তামিম বললেন, লিটনের সঙ্গে ব্যাটিং করাটা উপভোগ্য। তার প্রত্যাশা ঢাকার হয়ে আগামীর ম্যাচগুলোতেও ভালো খেলবে লিটন। তামিম বলেন, ‘আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা… আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শটগুলো।’

বিজ্ঞাপন

টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ঢাকার অবস্থান তলানিতে। তামিম-লিটনের সেঞ্চুরির দিনে সপ্তম ম্যাচ খেলতে নেমে প্রথম জয় পেয়েছিল ঢাকা। প্লে-অফে জিততে হলে বাকি ম্যাচগুলো ঢাকার জন্য ডু অর ডাই। তামিম বললেন, সর্বোচ্চ চেষ্টা করবেন তারা, ‘ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তামিমের মন্তব্য, ‘আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। কালকে যে খেলা আছে আমরা শুধু এটায় ফোকাস করতে চাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব।’

সারাবাংলা/এসএইচএস

তানজিদ হাসান তামিম বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর