Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদে আছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া


২১ ডিসেম্বর ২০১৭ ১৯:০৩

সারাবাংলা ডেস্ক

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ফ্লিন্ডার্স স্ট্রিটে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেওয়ায় শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। অ্যাশেজ চলাকালীন এমন ঘটনায় শঙ্কিত স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সফরকারী ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। বক্সিং ডে টেস্টে এই মেলবোর্নেই অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচটি।

বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ৫দিন পর হবে অ্যাশেজের গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে স্টেডিয়াম থেকে মাত্র ২ কিলোমিটারেরও কম দূরত্বে ঘটেছে এই ঘটনা।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, শহরের ব্যস্ততম একটি জংশনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয় ওই চালক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত দুইজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, ‘ইচ্ছেকৃতভাবে’ এই সড়ক দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের। অ্যাশেজের বক্সিং ডে টেস্টের আগে এমন ঘটনায় চিন্তিত দুই দল। তবে এমন ঘটনায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের সবাই নিরাপদ আছে বলেই জানানো হয়েছে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এমন ঘটনার পর বিবৃতি দিয়ে জানায়, ‘ফ্লিন্ডার্স স্ট্রিটের ঘটনায় দলের সবাই ও ম্যানেজমেন্ট নিরাপদ ও সুস্থ আছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পথচারীর ওপর উঠিয়ে দিলে মানুষজন চারদিকে ছিটকে পড়ে। মেলবোর্নবাসীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর