গ্যালারি মাতিয়ে ঝড়ো সেঞ্চুরি ক্লার্কের
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭
সপ্তাহের শেষদিন আজ, তবুও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগেই দলে দলে মাঠে আসতে শুরু করেন সমর্থকরা। বিপিএলে ঘরের মাঠে চট্টগ্রামের দল চিটাগং কিংসের প্রথম খেলা বলে কথা। পুরো গ্যালারি ছেয়ে গেছে চট্টগ্রামের জার্সিতে। এবং তাদের হতাশ করেননি কিংস ব্যাটার গ্রাহাম ক্লার্ক। বিধ্বংসী ব্যাটিংয়ে ছুঁয়েছেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি।
চারটা চার ও দুটি ছক্কায় ২৬ বলে ফিফটি ছুঁয়ে ক্লার্ক তিন অঙ্কের ঘরে গিয়েছেন ৪৮ বলে। সেঞ্চুরির পথে মেরেছেন মোট সাতটি চার ও ছয়টি ছক্কা। সেঞ্চুরি করেছেন ক্লার্ক। চলতি বিপিএলে ষষ্ঠ সেঞ্চুরি এটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি এই ইংলিশ ব্যাটারের দ্বিতীয় সেঞ্চুরি। বিপিএলেও ব্যাট হাতে আছেন ছন্দে। শেষ তিন ম্যাচে করেছেন ৬০, ৩৯ ও ৪০।
ক্লার্ক উইকেটে এসেছিলেন দলীয় ১৮ রানে উসমান খান ফেরার পর। মাঠ ছেড়েছেন তাণ্ডব বইয়ে। ইনিংসের শুরুটাও করেছেন আবু হায়দার রনিকে চার মেরে। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ নওয়াজকেও খেলেছেন স্বচ্ছন্দে। তবে ঝড় বইয়েছেন অভিষিক্ত মাহফুজুর রাব্বির ওপর দিয়ে। ১১তম ওভারে টানা তিন ছক্কায় একাই তুলেছেন ২০ রান। পরের ওভারে সালমান ইরশাদকেও মেরেছেন একটা করে চার ও ছয়। সেই সালমানের বলেই আউট হয়েছেন ব্যক্তিগত ১০১ রান করে।
সেঞ্চুরি ছোঁয়ার আগে দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সাথে গড়েছেন ৬৩ বলে ১২৮ রানের জুটি। পারভেজ ফিরে গেছেন ২৯ বলে ৩০* রানের ইনিংস খেলে।
সারাবাংলা/জেটি