Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশেষ’ সমর্থকের সামনে ম্যাচসেরা ইনিংস খেলতে পেরে খুশি তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৫১

এক ম্যাচ হারার পর ফের জয়ে ফিরল ফরচুন বরিশাল। তাতে দলটার অধিনায়ক তামিম ইকবালের বড় অবদান। ৬১ রানের দারুণ একটা ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম। দলের জয়ে নিজে ম্যাচসেরা, স্বাভাবিকভাবেই খুশি বাংলাদেশের সাবেক অধিনায়ক। তামিমের খুশিটা বাড়িয়ে দিয়েছে গ্যালারিতে তার ছেলের উপস্থিতিতে।

২২ গজের ক্রিজে তামিম যখন ব্যাট হাতে বল সীমানাছাড়া করছিলেন তখন গ্যালারিতে ছেলে আরহাম খানকে দেখা গেছে উল্লাস করতে। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। অবসর ঘোষণার সময় ছেলের কথা উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন, ছেলে চান তিনি যেন বাংলাদেশ দলে খেলেন।

বিজ্ঞাপন

তামিম জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তবে বিপিএল যখন খেলছেন ছেলে মাঠে চলে এলো বাবার ব্যাটিং দেখতে। সেই ম্যাচেই ম্যাসসেরা তামিম। ম্যাচ শেষে ছেলেকে মাঠ ঘুরিয়ে দেখিয়েছেন। ক্রিকেটারদের সাথে ছবি তুলে দিয়েছেন। সংবাদ সম্মেলনে এসে জানালেন তার খেলা দেখতে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছেন আরহাম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলছিলেন, ‘আমি জানতাম, ও এখানে আছে। ঢাকা থেকে এসেছে, নির্দিষ্ট করে বললে এই খেলা দেখার জন্যই। ও খেলা দেখতে চাচ্ছিল। ভালো লাগছে যে, ও একটা ভালো খেলা দেখতে পেরেছে।’

ম্যাচে আগে ব্যাটিং করে ১৪০ রান তুলেছিল ঢাকা। বরিশাল ২ উইকেট হারিয়ে ১৬ ওভারে ম্যাচ জিতে নেয়। বরিশালকে জয়ের কাছাকাছি রেখে ৪৮ বল খেলে ৬টি চার ১টি ছয়ে ৬১ রান করে ফিরেছেন তামিম।

বললেন আরও দ্রুত জিততে পারলে ভালো হতে, ‘আমার কাছে মনে হয় আমাদের মাঝে আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। তাহলে হয়তবা.. ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, আমাদের হাতে উইকেট ছিল। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি। বাকিটা বলতে গেলে ব্যাটিংটা ঠিক আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর