Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লার্কের বিধ্বংসী সেঞ্চুরি, কিংসের ২০০

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
১৬ জানুয়ারি ২০২৫ ২০:১৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২০:২৯

১০১ রানের ইনিংস খেলেছেন গ্রাহাম ক্লার্ক

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঠাঁসা গ্যালারিতে আজ কান পাতা দায়। উন্মত্ত দর্শকের চিৎকার-উল্লাস শোনা যাচ্ছিল কাঁচঘেরা প্রেসবক্সে বসেই। কারণ একটাই, চিটাগং কিংসের ব্যাটার গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরি। এই ইংলিশ ব্যাটার  ৪৮ বলে ছুঁয়েছেন নিজের প্রথম বিপিএলে সেঞ্চুরি। ডানহাতি এই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে ২০০ রান তুলেছে চিটাগং।

সপ্তাহের শেষদিন হলেও সাগরিকায় গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ, পুরো গ্যালারি ছেয়ে গেছে চট্টগ্রামের জার্সিতে। খুলনা বিপক্ষে ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগেই দলে দলে মাঠে আসতে শুরু করেন সমর্থকরা। এবং তাদের হতাশ করেননি কিংসের ক্রিকেটাররা। উসমান খানকে হারিয়ে শুরুটা ভালো না হলেও ক্লার্ক এসে পুষিয়ে দেন সেই ধাক্কাটা।

বিজ্ঞাপন

উইকেটে এসেছিলেন তৃতীয় ওভারে, মাঠ ছেড়েছেন ১৬-তম ওভারের শেষ বলে। তবে মাঝের এই সময়টায় এক হাতে তাণ্ডব চালিয়েছেন খুলনার বোলারদের ওপর। আবু হায়দার রনিকে চার মেরে যার শুরু। প্রথম ছক্কাটা মেরেছেন মেহেদী হাসান মিরাজের বলে। উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলেছেন দুর্দান্ত একটা শট, বল উড়ে এসে আছড়ে পড়েছে সাইটস্ক্রিনের এপাশে।

অভিষেকেই ক্লার্কের ঝড়ের মুখে পড়েছেন মাহফুজুর রাব্বি।  ১১তম ওভারে বল করতে এসে হজম করেছেন চারটি ছক্কা। এর মধ্যে টানা তিনটি মেরেছেন ক্লার্ক। ডানহাতি এই ব্যাটার পরের ওভারে সালমান ইরশাদকেও মেরেছেন একটা করে চার ও ছয়। অবশ্য সেই সালমানের বলেই আউট হয়েছেন ব্যক্তিগত ১০১ রানে।

সেঞ্চুরি ছোঁয়ার আগে দ্বিতীয় উইকেট পারভেজ হোসেন ইমনের সাথে ক্লার্ক গড়েন ৬৩ বলে ১২৮ রানের জুটি। পারভেজ ফিরে গেছেন ২৯ বলে ৩০* রানের ইনিংস খেলে। ক্লার্কের ব্যাটিং ঝড়ের দিনে তিনটি করে উইকেট নেন খুলনার সালমান ও মোহাম্মদ নাওয়াজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

গ্রাহাম ক্লার্ক চিটাগং কিংস বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর