বকেয়া বেতন পেয়েই এমন জয় রাজশাহীর
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৪
সিলেট স্ট্রাইকার্সকে আজ (শুক্রবার) ৬৫ রানে হারিয়ে জয়ে ফিরল দুর্বার রাজশাহী। অথচ বিপিএলের চট্টগ্রামে পর্বে এই ম্যাচটা না খেলার হুমকি দিয়ে রেখেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। চট্টগ্রামে এসে তারা বয়কট করেছিলেন প্রথম দিনের অনুশীলনও। কারণ নিয়মানুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০% পারিশ্রমিক পাওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজি থেকে সেটা পাননি এনামুল হক বিজয়-তাসকিন আহমেদরা।
এই ইস্যুতে দুইদিন নাটকীয়তার পর আজ সকালে পারিশ্রমিকের ৫০% বুঝে পেয়েছেন রাজশাহী দলের সবাই। ম্যাচ সেরা হয়ে রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম সংবাদ সম্মেলনে এসে জানালেন, পাওনা টাকা পেয়েই তারা আজ চাপমুক্ত হয়ে খেলতে পেরেছেন, দলের জয়টাও এসেছে এই কারণেই।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে চার ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেয়া সানজামুল বলেন, ‘না দেখুন পেমেন্ট তো আমাদের প্রয়োজন। সাথে দেখবেন আমরা আজকে চারটি ফরেনার নিয়ে খেলেছি, মানে ফুল স্ট্রেন্থ আমাদের টিম অনুযায়ী যতটা ব্যালেন্স করা যায়। স্ট্রেন্থ অনুযায়ী আমারা আজকে মাঠে নামতে পেরেছি আর সবাই নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে বলেই জিততে পেরেছি।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি থেকে পারিশ্রমিকের কত শতাংশ পেয়েছেন? এই প্রশ্নের উত্তরে সানজামুল জানান, প্রতিশ্রুতি মোতাবেক দলের প্রত্যেকেই পারিশ্রমিক বুঝে পেয়েছেন, ‘ জ্বি, যে কথা ছিল , কমিট্মেন্ট যেটা তারা (দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি) করেছে, সেটা আমাদের পেমেন্ট করেছে। জ্বি… পুরো দলকেই পেমেন্ট করেছে।
অনুশীলন বয়কট, ম্যাচ না খেলার হুমকি, পারিশ্রমিকের অনিশ্চয়তা; এসব মাথায় রেখে পারফর্ম করা কতটা চাপের? সানজামুল বললেন, তারা পেশাদার ক্রিকেটার, এসব ইস্যু পাশ কাটিয়েই তারা মাঠে খেলতে নামেন।
তবে ম্যাচের আগে পারিশ্রমিক পেয়ে যাওয়াতে সেই চাপটা উবে গেছে বলে জানিয়ে সানজামুল বলেন, ‘না এটা (চাপ) তো অবশ্যই কাজ করে। কিন্তু আমরা যখন মাঠে আসি, সবকিছু ভুলেই আসতে হয়। আমাদের কাজ তো পারফর্ম করা, মাঠে খেলা। প্রেশারটা রিলিজ হয়ে গেছে আমরা পেমেন্টটা পেয়ে গেছি ম্যাচের আগে। এজন্য আমাদের প্রেশারটা আর থাকে নাই। এবং আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি।’
সারাবাংলা/জেটি
দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫ সানজামুল ইসলাম সিলেট স্ট্রাইকার্স