বিপিএলে এবারের পিচ গত কয়েক বছরের মধ্যে সেরা: তামিম
১৯ জানুয়ারি ২০২৫ ২১:১৬
একাদশ বিপিএলের ২৫তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ১২১ রানেই আটকে গিয়েছিল চিটাগং কিংস। তারকাখচিত বরিশালের এই রানটা তুলতেই বেগ পেতে হয়েছে। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে একটা সময় বেশ ভালোই বিপদে পরেছিল বরিশাল। ডেভিড মালান ও মোহাম্মদ নবির প্রতিরোধে শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ জিতেছে বরিশাল। লো-স্কোরিং ম্যাচ শেষে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবারের বিপিএলের পিচের প্রসংশাং পঞ্চমুখ।
আজ রান না উঠলেও তামিম বলেছেন দু-একটা ম্যাচে এমন হতেই পারে। তবে এবারের বিপিএলের পিচ গত কয়েক বছরের চেয়ে সেরা।
রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় পেয়েছে বরিশাল। ম্যাচ শেষে কন্ডিশন প্রশ্নে তামিম বলছিলেন, ‘গ্রাউন্ডসম্যান এবং কিউরেটর পুরো টুর্নামেন্টে ভালো কাজ করেছেন। এক দুইটি ম্যাচ এদিক সেদিক হবে সেটা হতেই পারে। আমি মনে করি এবার যে ধরণের উইকেটে আমরা খেলছি তা শেষ কয়েক বছরের মধ্যে সেরা।’
তবে আজ বরিশাল-চিটাগংয়ের মধ্যকার ম্যাচে পিচ যে খুব একটা ভালো আচরণ করেনি সেটাও স্বীকার করেছেন তামিম, ‘এটা অনেকটাই কঠিন উইকেট ছিল। আমি বলবো না যে, এটা টি-টোয়েন্টির জন্য খুব খুব ভালো উইকেট। প্রথম ইনিংসে উইকেট ‘প্যাচি’ ছিল। দ্বিতীয় ইনিংসে ভালো অবস্থায় ছিল।’
‘এ ধরণের ১২০ রানের ম্যাচে আপনি যদি সুযোগগুলো নিয়ে নেন …২০-২৫ রান তুলে নেন প্রথম ৩ ওভারেই তাহলে ম্যাচটা শেষ হয়ে যায়। আমরা সেটা পারিনি। আমরা একাধিক উইকেট হারিয়েছি। তেমন রান পাইনি। এজন্য চাপে পড়ে গিয়েছিলাম,’ যোগ করেন তামিম।
টসে জিতে আজ চিটাগংয়ের বিপক্ষে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। আগে বোলিং করতে নেমে দুর্দান্ত পারফর্ম করেন বরিশালের বোলাররা। অথচ পিচ দেখে তামিম নাকি দ্বীধায় ছিলেন যে বোলিং নিবেন নাকি ব্যাটিং!
বরিশাল অধিনায়ক বলেন, ‘টসের সময় কনফিউজড ছিলাম ব্যাটিং করবো নাকি বোলিং। এরপর বোলিংয়ের সিদ্ধান্ত নেই। বোলিংয়ে বোলাররা কন্ডিশনের দারুণ ব্যবহার করেছেন।’
সারাবাংলা/এসএইচএস