গোলের সময় মিরান্ডাকে ফাউল করা হয়েছিল: তিতে
১৮ জুন ২০১৮ ১৫:০১
সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল ব্রাজিল। কিন্তু এই ম্যাচে এমন অঘটন ঘটবে সেটা হয়তো ভাবেনি ব্রাজিল খেলোয়াড়রা, ভাবেননি ব্রাজিল কোচ তিতেও। ১-১ গোলে ড্রয়ের ম্যাচের ৫০ মিনিটে সুইজারল্যান্ডের গোলের আগে স্টিভেন জুবের ফাউল করেছিলেন বলে তীব্র অভিযোগ তুলেছেন ব্রাজিল কোচ।
ম্যাচের ২০ মিনিটে দারুণ এক গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন কুতিনিয়ো। এরপর ৫০ মিনিটে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান জুবার। জেরদান শাকিরির কর্ণার থেকে দারুণ হেডে গোল করেন তিনি। তবে এই গোলের আগে মার্কার মিরান্ডাকে ধাক্কা দিয়েছিলেন বলে মনে হয়েছে রিপ্লে দেখে। এরপর মিরান্ডা অবশ্য ফাউলের আবেদন করলেও রেফারি তা আমলে নেননি। ম্যাচ শেষে তিতে তার অভিযোগে বলেন, ‘লাফিয়ে উঠার সময় মিরান্ডাকে সজোরে ধাক্কা দিয়েছিলেন সুইস মিডফিল্ডার।’
তিতে বলেন, ‘আপনাকে অবশ্যই ন্যায্য হতে হবে। এটা (ফাউল) এতটাই স্পষ্ট যে, আমাকে আর কিছুই বলতে হচ্ছেনা। এটি ফাউল ছিল।’
ম্যাচের ফলাফলে হতাশ হলেও ম্যাচের পর মিরান্ডার সঙ্গে কথা বলেছিলেন তিতে, ‘আমি এটাও বলতে চাই, মিরান্ডা আমাকে বলেছিল; আমাকে ধাক্কা দেয়ার সঙ্গে সঙ্গে আমার উচিৎ ছিল মাটিতে গড়িয়ে পড়া। কিন্তু আমি তাকে বলেছি: না এসব ঠিক নয়। এমন কিছু করবে না। নিজে থেকে কখনোই এমন কিছু করা উচিৎ নয়।’
এমন মন্তব্যের বিপরীতে অবশ্য কথা বলেছেন শাকিরি, এটিকে ফাউল বলতে রাজি নন তিনি, ‘ফুটবলে ধাক্কাধাক্কি হবেই, এটাই নিয়ম। কোনো ম্যাচই এর ব্যতিক্রম নয়। হ্যাঁ এটা ঠিক যে বেশকটি ফাউল হয়েছে, কিন্তু এটা খুব সাধারণ ছিল। এটা ফাউল ছিল না।’
ম্যাচের এই ফলাফল নিয়ে অবশ্য একেবারেই খুশি নয় তিতে, ‘এমন ঘটনার পর আপনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ারই কথা। আশা ছিল এই ম্যাচে জয় পাবো, এই ফলাফলে একদমই খুশি হতে পারছি না।’
আগামী ২২ জুন কোস্টারিকা এবং ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে গ্রুপ ‘ই’র ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
সারাবাংলা/এসএন/এএম