বৃথা বিজয়ের সেঞ্চুরি, কাছে গিয়েও হারল রাজশাহী
১৯ জানুয়ারি ২০২৫ ২২:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২২:৩১
শেষ ওভারে জয়ের জন্য দুর্বার রাজশাহীর প্রয়োজন ছিল ১৭ রান। হাসান মাহমুদের করা প্রথম বলেই স্কুপ করে এনামুল হক বিজয়ের চার। পরের বলটা ফুল লেংথে পড়লেও আসে দুই রান। তৃতীয় বলে হাসানের হাত থেকে ছুটে গেল বাউন্সার। রিভার্স স্কুপ করতে গিয়ে ডট। তখনও বিজয় আটকে আছেন ব্যক্তিগত ৯৭ রানে। চতুর্থ বলে ফুলটস পেয়েও বাউন্ডারি ক্লিয়ার করতে পারেননি, বরং বিজয়ের ক্যাচ ছেড়ে দেন মোহাম্মদ নওয়াজ। পঞ্চম বল ডট, আর শেষ বলে একটা সিংগেল নিয়ে সেঞ্চুরি।
তবে সেঞ্চুরি করেও জয়ের সমীকরণ মেলাতে পারলেন না বিজয়। জয় থেকে থেকে গেল ৭ রানের দুরত্ব। খুলনার দেয়া ২১০ রানের লক্ষ্যে ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাট করে ৪ উইকেটে ২০২ পর্যন্ত যেতে পারল রাজশাহী। এই ম্যাচ জিতে টানা চার হারের পর জয়ে ফিরল খুলনা।
২১০ রানের লক্ষ্য ছুঁতে নেমে যেভাবে শুরুটা করার দরকার ছিল, মোহাম্মদ হারিস আর জিশান আলম ঠিক সেভাবেই শুরু করলেন দুর্বার রাজশাহীর ইনিংস। আবু হায়দার রনি-রুবেল হোসেনদের পিটিয়ে মঞ্চটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন দুই ওপেনার মিলে। তিনে নেমে অধিনায়ক বিজয়ও সেটা কাজে লাগাতে চেষ্টা করেন। উইকেটের চারপাশেই শট খেলেছেন ডানহাতি এই ব্যাটার। তবে আজ স্কুপ, রিভার্স স্কুপ খেলেছেন বেশ স্বাচ্ছন্দ্যে। প্রচুর রানও বের করেছেন এই দুই শটে।
তৃতীয় উইকেটে ইয়াসির আলীর সাথে বিজয়ের ৩৯ বলে ৫৮ রানের ইনিংসে ম্যাচে নিজেদের ফেরায় রাজশাহী। তবে পরের উইকেটে রায়ান বার্লের সাথে এরচেয়ে বেশি রানের জুটি হলেও তা ম্যাচ জেতাতে যথেষ্ট ছিল না। যদিও ৩৭ বলে ৭৩ রানের জুটিতে লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে ছিলেন বিজয়রা। ১৯তম ওভারের শেষ বলে সালমান ইরশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৬ বলে ২৫ রান করেন বার্ল। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি ছোঁয়া বিজয় আজ খেলেছেন ৫৭ বল, মেরেছেন ৯ চার ও ৫ ছক্কা।
ডেথে আজ দুর্দান্ত বল করেছেন হাসান মাহমুদ। চার ওভার বল করে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা এই ডানহাতি পেসার।
এর আগে আফিফ-বোসিস্টোর ১১৩ রানের জুটির সাথে অংকনের ১২ বলে ৩০* রানের ক্যামিওতে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৯ রান করেছে খুলনা। চলতি আসরের চট্টগ্রাম পর্বে দ্বিতীয়বারের মতো ২০০ পেরিয়ে গেল খুলনার ইনিংস।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন নাঈম-মিরাজ দুজনেই। জিশান আলমের বলে বোল্ড হওয়ার আগে দুইটি ছক্কা ও চারে ১৪ বলে ২০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। মিরাজকেও ফেরান জিশান, তাসকিনের বলে ক্যাচ ধরে। আফিফের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন আফতাব আলম।
সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই কিনা আফিফ খেললেন চলতি বিপিএলে নিজের সেরা ইনিংসটা। তিনটি করে ছক্কা ও চারে ৪২ বলে করেছেন ৫৬ রান। তাসকিনের বাউন্সারে থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন মৃত্যুঞ্জয়ের হাতে। তবে এর আগে বোসিস্টোকে সাথে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিজেদের হাতে রেখেছিলেন আফিফ।
চতুর্থ উইকেটে দুজনের ১১৩ রানের মোড় ঘোরানো জুটি। বড় এই জুটির পথে ফিফটি ছুঁয়েছেন দুজনই। ৩৭ বলে ৫৫ রান করেন বোসিস্টো। যদিও ইনিংসের শেষ বলে বাই থেকে রান দিয়ে গিয়ে আকবরের থ্রো থেকে রান আউট হয়েছেন আসরে দ্বিতীয় ফিফটি করা এই ডানহাতি ব্যাটার।
রাজশাহীর বোলারদের গায়ে শেষ আঁচড়টা দিয়েছেন অংকন। মৃত্যঞ্জয় আর তাসকিন; দুজনকেই মেরেছেন দুটি করে ছক্কা। সব মিলিয়ে চারটি ছক্কায় ৩০ রান এই ডানহাতির।
সারাবাংলা/জেটি