Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারও বললেন, ওটা ফাউল ছিল


১৮ জুন ২০১৮ ১৫:৪০

সারাবাংলা ডেস্ক

সুইসদের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর ব্রাজিল কোচ তিতে বলেছেন, সুইস ডিফেন্ডার জুবেরের গোলের সময় নেইমারকে ফাউল করা হয়েছিল। নেইমারের কন্ঠেও পরে একই সুর, মিরান্ডাকে ফাউল করা হয়েছিল বলেই তিনি মনে করেন। তাই রেফারিদের মনে করিয়ে দিয়েছেন, তারা যেন তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে কাল প্রথমার্ধে কুতিনিয়োর দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ৫০ মিনিটে সুইস ডিফেন্ডার জুবের সেটা শোধ করে দেন। তিতে বলছেন, ওই গোলের সময় মিরান্ডাকে ফাউল করা হয়েছিল। নেইমারের কন্ঠেও একই প্রতিধ্বনি, ‘আমার মনে হয় ওটা ফাউল ছিল। আপনি রিপ্লেতে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমার মনে হয় এটা নিয়ে কথা না বলাই উচিত, মাঠে চার জন পেশাদার লোক আছে এসব দেখার জন্য। আমার মনে হয় রেফারিদের তাদের কাজটা ঠিকমতো করা উচিত।’

কিন্তু তাহলে কি রেফারিদের ঘাড়েই দোষ চাপাচ্ছেন নেইমার? কাল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি, ১০ বার ফাউল করা হয়েছিল তাঁকে। ১৯৯৮ সালে অ্যালান শিয়ায়ারের পর বিশ্বকাপের এক ম্যাচে এর চেয়ে বেশি ফাউল আর কাউকে করা হয়নি। নেইমার অবশ্য তাঁকে বার বার করা ফাউল নিয়ে কোনো ক্ষোভ জানাননি। বরং খেলার অংশ হিসেবেই তা মেনে নিচ্ছেন।  তবে রেফারিদের দিকে ঠিকই আঙুল তুললেন, ‘আমার এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমাকে ফুটবল খেলতে হবে, বা সেটা করার চেষ্টা করতে হবে। বাকি কাজ রেফারির। ফুটবলে অবশ্য এসব ফাউল হবেই, এটা নতুন কিছু নয়।’

কিন্তু নেইমার কি আসলেই ফিট ছিলেন শতভাগ? ম্যাচ শুরুর আগে তিতেই বলেছিলেন, নিজেকে পুরোপুরি ফিরে পাননি নেইমার। ফেব্রুয়ারিতে পায়ে চোট পাওয়ার পর কাল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেছিলেন মাঠে। নেইমার অবশ্য বললেন, তিনি ঠিকই আছেন, ‘হ্যাঁ, বেশ কয়েক বার আমাকে ফাউল করা হয়েছে, ব্যথাও পেয়েছি। কিন্তু এটা এমন কিছু নয়। ম্যাচের পর এক আধটু রেশ ছিল, তবে আমি ঠিক আছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর