‘লিটনের মতো ব্যাটাররা এভাবেই ফিরে আসে’
২০ জানুয়ারি ২০২৫ ১৯:৫২
৩১ রানের ইনিংসে বিপিএল শুরু, মাঝের তিন ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট। ৭৩ করলেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, আর দুর্দান্ত ঢাকার বিপক্ষে তো খেললেন রেকর্ডগড়া ১২৫* রানের ইনিংস। তবে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে লিটন দাসের ব্যাট হাসেনি, এতেই শুনতে হলো ‘ভুয়া ভুয়া’ স্লোগান। কিন্তু আজ (সোমবার) সেই সিলেটের বিপক্ষে খেললেন ৭০ রানের ঝকঝকে এক ইনিংস।
লিটনের ইনিংসের সাথে থিসারা পেরেরার ১৭ বলে ৩৭ রানের মারকুটে ইনিংসে ১৯৬ রানের সংগ্রহ পায় ঢাকা। সিলেটকে ৬ রানে হারিয়ে পেয়েছে আসরের দ্বিতীয় জয়। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়ে ঢাকা অধিনায়ক থিসারা আসেন সংবাদ সম্মেলনে। সেখানেই জানালেন, লিটনের মতো ভালো ক্রিকেটাররা এভাবেই ফিরে আসেন বারবার নিজের সেরা ছন্দে।
লিটনের ব্যাটিং নিয়ে জানতে চাইলে থিসারা বলেন, ‘ ভালো ক্রিকেটাররা সবসময়ই দুর্দান্তভাবে ফিরে আসে। এজন্যই লিটন দাস আজ এভাবে ফিরল ব্যাট হাতে। যেমনটা বলেছি, সবারই ক্যারিয়ারে এমন উত্থান-পতন আসে। বোলার হিসেবে আমাদের হয়তো সুযোগ থাকে কিছু করার। তবে ব্যাটারদের সুযোগ কিন্তু একবারই। আউট হয়ে গেলে আর মাঠে থাকার উপায় নেই, এটাই ক্রিকেট। তবে আমি মনে করি ব্যাটার হিসেবে লিটন অনেল শক্ত ধাতের।
লিটন আর থিসারার ঝড়ে শেষ চার ওভারে ৬৭ রান তুলেছে ঢাকা। দুজন মিলে মাত্র ২৮ বলে তুলেছেন ৮১ রান। ম্যাচের মোড় ঘোরানো সেই জুটি নিয়ে থিসারা বলেন, ‘এটা মূলত ১৬০ রানের উইকেট ছিল। এজন্যই লিটনকে বলেছিলাম আরেকটু সময় নিয়ে খেলতে। যেন নিজেদের জোনে বল পেলে মেরে দিতে পারি। স্ট্রাইক রোটেট করেছি নিয়মিত, যে কারণে কাজটা সহজ হয়েছে।’
সারাবাংলা/জেটি