রাজশাহীর ক্যাচ মিসের মহড়ায় কিংসের ১৯১
২০ জানুয়ারি ২০২৫ ২০:১৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২০:৪১
বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা বোলারদের তালিকা করলে সম্ভবত তাসকিন আহমেদের নামটাই সবার ওপরে থাকবে। কারণ তাসকিনের বলে যে পরিমাণ ক্যাচ হাত ফস্কেছে ফিল্ডারদের; হলফ করেই বলা যায়, তার ধারেকাছেও কেউ নেই। আজও বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে এর ব্যতিক্রম হলো না। তাসকিনের বলে আজ পড়েছে দুই ক্যাচ, এর মধ্যে একটা আবার চিটাগংয়ের সর্বোচ্চ স্কোরার নাঈম ইসলামের। সব মিলিয়ে রাজশাহীর ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন চারটি, সেই সুযোগ কাজে লাগিয়ে চিটাগং ২০ ওভারে ৮ উইকেটে তুলেছে ১৯১ রান।
৮ রানের মাথায় আউট ওপেনার উসমান খান। তবে নাঈম ইসলাম-গ্রাহাম ক্লার্ক সেটার প্রভাব দলের ব্যাটিংয়ে আর পড়তে দেননি। অবশ্য ইনিংসের প্রথম ওভারেই আউট হতে পারতেন নাঈম। রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে পয়েন্টে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটার। হাতে জমাতে পারেননি বল সানজামুল। সেই ক্যাচ মিসের পর তাসকিনের দৃষ্টিটাই বলে দিচ্ছিল, এসবের সাথে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই পরিচিত।
জীবন পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগালেন নাঈম। ৩৮ বছর বয়সী এই ব্যাটার সাজালেন টি-টোয়েন্ট ব্যাটিংয়ের পসরা। পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৪১ বলে ৫৬ করে বোল্ড হলেন সানজামুলের বলে। তবে এর আগে ক্লার্কের সাথে গড়েন ৫১ বল৩ ৮৪ রানের জুটি। অবশ্য সেই জুটিতে ক্লার্কই বেশি মারকুটে ছিলেন। ২৮ বলে একাই তোলেন ৪৫ রান।
এই দুজন ফেরার পর ঝড় তুলেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুইটি করে ছক্কা আর চারে ২০ বলে তোলেন ৩২ রান। শুরুতে খোলস ছেড়ে বেরিয়ে আসতে না পারলেও শেষে হাত খুলেছেন হায়দার আলী। ১৪ বলে ২৫ রান করেন এই ডানহাত ব্যাটার। ক্যাচ ফেলার মিছিলের মধ্যেও দলের সেরা বোলার তাসকিন। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন দুই উইকেট।
সারাবাংলা/জেটি
গ্রাহাম ক্লার্ক চিটাগং কিংস তাসকিন আহমেদ নাঈম ইসলাম বিপিএল ২০২৫