Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শঙ্কাটা সত্যি করলো ব্রাজিল


১৮ জুন ২০১৮ ১৬:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল আজীজ, সাবেক ফিফা রেফারি

ট্রফি জয় বিবেচনায় বিশ্বকাপের সব থেকে সফল দল ব্রাজিলের খেলা দেখার জন্য মুখিয়ে ছিলাম। ব্রাজিলের পূর্বে আর্জেন্টিনা ড্র করায় এবং জার্মানী হেরে যাওয়ায় যে শঙ্কা তৈরী হয়েছিল, সেটাকে সত্যি করে পয়েন্ট হারাল ব্রাজিল। এবারের ব্রাজিল দল কাগজে কলমে খুব শক্তিশালী, প্রতিটা খেলোয়াড় ইউরোপের নামী দামী দলে খেলে এবং খেলা জয়ে ভূমিকা রাখে। তবে ফুটবল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের সাথে দলীয় খেলাও বটে। দল হিসেবে না খেললে ফলাফল অনুকূলে আসে না।

সুইজারল্যান্ডের খেলা দেখে মনে হয়েছে তারা ব্রাজিলের থেকে পয়েন্ট পেয়েই খুশি। সুইজারল্যান্ডও বেশ শক্তিশালী দল। ফিফা বিশ্ব র‍্যাংকিং এ অবস্থান ৬, শেষ ১৬ টি খেলায় পর্তুগালের ঘরের মাঠে হারা ছাড়া আর কেউ তাদের হারাতে পারে নি। মাঝারী মানের ইউরোপের দলগুলোকে নাকানী চুবানী খাইয়েছে তারা। কাজেই তাদেরকে হারাতে হলে ব্রাজিলের সেরাটা না দেওয়ার উপায় ছিল না। সমস্যা হইচ্ছে ব্রাজিল সেরাটা খেলার চেষ্টা করেছে শুধু প্রথম অর্ধেক আর সম্ভবত ইঞ্জুরী টাইমসহ শেষ ৫ মিনিট।

বিজ্ঞাপন

ব্রাজিলের গোলটি দারুণ ছিল। কৌতিনহোর এরকম গোল অবশ্য দেখে অভ্যাস আছে। শুধু বার্সেলোনা না, সে যতরকম টিমে খেলেছে সব জায়গাতেই ডি-বক্সের বাইরে থেকে বাকানো শটে গোল দেওয়ার উদাহরণ সে তৈরী করে এসেছে। গোল দেওয়ার পর ব্রাজিলের উচিত ছিল সুইজারল্যান্ড এক আরও চেপে ধরা কিন্তু কেমন জানি গা ছাড়া ভাব দেখালো তারা। সুইজারল্যান্ড যে গোলটি দিল সেখানে এত ডিফেন্ডার থাকা সত্ত্বেও প্লেয়ারটি আনমার্ক ছিল। হেড করার আগে মিরিন্ডাকে হালকা ধাক্কা দেওয়ায় মিরিন্ডা লাফ দিতে পারে নি যা সম্ভবত রেফারির চোখ এড়িয়ে গেছে বা তার দৃষ্টিতে এটা ফাউল না, আমি বলব ফিফটি ফিফটি।

২০০৬ সালের পর এটাই ব্রাজিলের সেরা দল, বিগত দুই আসরে ব্রাজিলের সেই চিরায়িত খেলা দেখা যায় নাই। ২০১০ এ দুঙ্গার অধীনে পাওয়ার ফুটবল খেলার চেষ্টা করে। এবার সম্ভবত তারা ঐতিহ্যে ফিরার চেষ্টায় আছে তারপরেও সেই ব্রাজিলকে দেখা যায় নি। শট একুরেসী ছিল খুবই খারাপ। ২১ টা শটের মধ্যে গোলকিপার সেভ করেছে ৩ টা, তার মানে বাকী ১৮ টা শট ছিল পোস্টের বাইরে। নেইমার শুরুতে তার ছায়া হয়ে ছিল। ফাউলের শিকার হওয়ার পাশাপাশি তাকে কিছুটা আনফিটও মনে হয়েছে। শেষের ৫ মিনিট অবশ্য চেষ্টা করেছেন। একটা জোরালো হেড ছিল তবে তা সরাসরি গোলকিপারের কাছে চলে যায়।

ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানী, স্পেন এদের সবাই শুরু করেছে ড্র করে, স্পেন অবশ্য অন্যদের থেকে সুবিধাজনক অবস্থায় আছে, খেলাই বাকী ইরান আর মরক্কো। তবে আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানীর পরের খেলাগুলোতে পয়েন্ট হারালে বিপদে পরতে হতে পারে।

সৌদি আরব ছাড়া এখন পর্যন্ত তেমন দুর্বল দল পেলাম না। এখন চিন্তায় পরে গেছি সৌদি আরব দুর্বল ছিল না রাশিয়াকে যা ভেবেছি তার থেকে তারা অনেক শক্তিশালী।

শ্রুতিলিখন: রাসয়াত রহমান জিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর