বিতর্কের ব্যাখ্যায় মালান— তামিমের সমালোচনা করে মজা পায় মানুষ!
২০ জানুয়ারি ২০২৫ ২১:৩৯
চলতি একাদশ বিপিএলে বেশ কয়েকবার তামিম ইকবালকে নিয়ে বাড়তি চর্চা হয়েছে। কখনো স্বাভাবিক ঘটনা নিয়ে বড় সমালোচনা হয়েছে, কখনো আবার ঘটনা না ঘটলেও সমালোচিত হতে হয়েছে। গতকাল ফরচুন বরিশালের সতীর্থ ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের সঙ্গে তামিমের ‘ঝামেলা’র খবর প্রচার হয়েছে। তবে তামিম এবং মালান দুজনই বললেন, তেমন কোনো ঘটনাই ঘটেনি।
তামিমের সমালোচনা করে এক শ্রেণির লোক মজা পায়, বলেছেন ডেভিড মালান। ইংলিশ ক্রিকেটারের মতে, তামিম বড় তারকা তাই তাকে শিরোনাম করাটাই আগ্রহের বিষয়।
ঘটনা গতকাল ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে। লো-স্কোরিং ম্যাচে বরিশালের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন তামিম ও ডেভিড মালান। ম্যাচে মালানের ভুল কলে রান আউট হয়েছেন তামিম। আউটের পর অসন্তুষ্ঠি প্রকাশ করেন তামিম। মালান এগিয়ে এসে দুঃখ প্রকাশ করেন।
কিন্তু বিভিন্নভাবে খবর প্রকাশ হয়েছে, মালানের দিকে তেড়ে গিয়েছেন তামিম। মালানও তেড়ে গিয়েছিলেন তামিমের দিকে। আজ তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে জানান, ডেভিড মালানকে চিটাগংয়ের এক ক্রিকেটার কটু কথা বলেছিলেন। তার দিকেই তেড়ে গিয়েছিলেন মালান। কিন্তু প্রচার করা হয়েছে, তেড়ে এসেছেন তামিমের দিকে। গণমাধ্যমকে একই কথা বললেন ডেভিড মালানও।
আজ সোমবার (২০ জানুয়ারি) টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। তামিমের সঙ্গে কি হয়েছিল, এমন প্রশ্নে মালান বলেন, ‘আমার সঙ্গে তামিমের কিছুই হয়নি।’
যেভাবে বিষয়টি প্রচার হয়েছে তার সমালোচনা করেছেন মালান। বলেছেন, ‘মিডিয়ার স্টোরি করার প্রয়োজন শুধু। যেখানে তামিম রয়েছে সেখানে হেডলাইন করা সহজ হয়ে যায়। মানুষ তাকে দোষ দিয়ে মজা পায়।’
‘সে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় তারকাদের একজন। সে দেশের একজন হিরো। আমি মনে করি, তাকে যুক্ত করে কোনো হেডলাইন করা হলে বাড়তি নজর কাড়বে। মিডিয়ার প্রয়োজন শুধু ক্লিক এবং চমকপ্রদ হেডলাইন। যেটা পাঠক পছন্দ করবে। স্ক্যান্ডাল তৈরি করে।’- যোগ করেছেন মালান।
মাঠে তামিমের সঙ্গে ঘটনার বর্ণনায় মালান বলেন, ‘আমার ও তামিমের মধ্যে একটা শব্দও বিনিময় হয়নি তখন। আমি হাত উঠিয়ে স্যরি বলেছি। তামিম উল্টো ঘুরে চলে এসেছিল। তামিম ও আমাদের মধ্যে কিছুই হয়নি।’
মালান বলেন, ‘আমরা দুজন একটা হতাশাজনক রান আউটে পড়েছিলাম। ওই ঘটনার পর প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়ের মনে হয়েছে, এটা তার অধিকার যে আমার দিকে তেড়ে আসবে এবং কমেন্ট করবে। সেটাই হয়েছিল। আমিও তাকে পাল্টা উত্তর দিয়েছি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কেউ এবং গণমাধ্যমে এসেছে আমার ও তামিমের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। যা একদমই সত্য নয়।’
সারাবাংলা/এসএইচএস