Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইডিশ ‘গোয়েন্দাদের’ যেভাবে বোকা বানাল দক্ষিণ কোরিয়া…


১৮ জুন ২০১৮ ১৫:৫৬ | আপডেট: ১৮ জুন ২০১৮ ১৭:২৫

সারাবাংলা ডেস্ক ।।

রাতেই সুইডেনের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। ম্যাচকে সামনে রেখে রোববার (১৭ জুন) অনুশীলনে নেমেছিল মঙ্গোলয়েড চেহারার দল দক্ষিণ কোরিয়া। এর আগেই দারুণ এক কৌশল অবলম্বন করলেন দক্ষিণ কোরিয়ার কোচ শিন থে ইয়ং।

সুইডেনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সময় জার্সি নাম্বার বদল করে মাঠে নেমেছিল দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা। হঠাৎ এমন কৌশল কেন? এমন প্রশ্নের জবাবটা সংবাদ সম্মেলনেই জানিয়েছেন কোচ ইয়ং, ‘আমি শুনেছি এশিয়ানদের চেহারা আলাদা করতে নাকি পশ্চিমাদের সমস্যা হয়। তাই প্রতিপক্ষকে বিভ্রান্ত করতেই অনুশীলনের সময় এই কৌশল অবলম্বন করেছি।’

আজ প্রথম ম্যাচে সুইডেনের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তার আগে কোরিয়ার অনুশীলনে এক সুইডিশ কোচকে গোয়েন্দাগিরি করতে দেখা গেছে বলে মনে করা হচ্ছে।

শুধু পশ্চিমারাই নয়, অনেকেই মঙ্গোলীয় চেহারা দেখে প্রথমবারেই আলাদা করতে পারেন না। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দেরকে নিয়ে সুইডিশ কেউ যেন গবেষণা না করতে পারে, সে জন্যই এমন কৌশল নিয়েছেন ইয়ং। খেলোয়াড়দের কৌশল কিংবা দুর্বলতা কিছুই প্রতিপক্ষের ধারণার মধ্যে থাকবে না, এমন ধারণা থেকেই এমন সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার কোচের।

তবে দলের তারকা খেলোয়াড় সোন হিউং মিন এবং কি সাং ইউয়েংকে চিনলেও বাকিদের যে চিনতে কষ্ট হবে, সেটাই জোর দিয়ে বললেন দক্ষিণ কোরিয়ার কোচ।

সোমবার মাঠে নামার আগে তাই বেশ আত্মবিশ্বাস থাকছে কোচ শিন থে ইয়ংয়ের।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর