Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমিও পাঁচটি পেনাল্টি মিস করেছি, তবু আমি ম্যারাডোনা’


১৮ জুন ২০১৮ ১৭:১৮

সারাবাংলা ডেস্ক ।।

নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা। অনেকের মতে, মেসির পেনাল্টি মিসের কারণেই জয় পায়নি গতবারের রানার্সআপরা। তবে, আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনার মতে, মেসি তার সেরাটাই দিয়েছেন।

ম্যাচ শেষে পয়েন্ট খোয়ানো আর্জেন্টাইন অধিনায়ক মেসি সব দোষ নিজের কাঁধে নিয়েছেন। ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টি শট নেন মেসি। কিন্তু তার জোড়ালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক হ্যালডোরসন। যেদিকে শট নিয়েছেন মেসি, সেদিকেই ঝাঁপিয়ে পড়েন হ্যালডোরসন। শেষ মুহূর্ত পর্যন্ত গোলরক্ষকের নড়াচড়ার দিকে নজর রাখতে ব্যর্থ হন মেসি। শুধু তাই নয়, ক্লাব আর জাতীয় দলের হয়ে শেষ সাতটি পেনাল্টি শটের চারটিতেই ব্যর্থ হলেন তিনি।

এবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসা আইসল্যান্ড জয়ের চেয়ে বেশি ড্রয়ের দিকে নজর রেখেছিল। ম্যাচের পুরোটাই বার্সা তারকাকে আটকে রেখেছিল নবাগত দলটি। পরিকল্পনা মতো মেসির আশেপাশে ছিল একাধিক খেলোয়াড়। মেসি সেই রক্ষণদূর্গ ভাঙতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমাদের তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল। কিন্তু এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সব দোষ আমি নিজের কাঁধে নিচ্ছি। আইসল্যান্ডের চেয়ে আমরা এগিয়ে ছিলাম। আমরা চেষ্টা করেছি। কিন্তু হয়নি। স্বীকার করছি, পেনাল্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। বদলে দিতে পারত ম্যাচের রেজাল্ট। আমার পেনাল্টি নষ্টের জন্যই ম্যাচটা জেতা গেল না। এর সব দায় আমার। আমাদের ক্রোয়েশিয়া-নাইজেরিয়াকে হারাতে হবে। আবারো বলছি পেনাল্টি মিস করায় আমি ব্যথিত।’

বিজ্ঞাপন


এদিকে, সাবেক শিষ্য মেসিকে আগলে রাখছেন ম্যারাডোনা। তিনি আরও বিশ্বাস করেন পেনাল্টি মিস করাটা মেসির দোষ নয়, ‘আমি খেলোয়াড়দের দোষ দেব না। বরং তাদের নিয়ে যেভাবে কাজ করা হয়েছে, সেটাকে দোষ দিতে পারি। খেলোয়াড়দের দোষ নেই। মেসির তো আরও নয়। সে তার সবটুকু মাঠে দিয়েছে।’

মেসির পেনাল্টি মিস নিয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী নায়ক ম্যারাডোনা যোগ করেন, ‘আমিও টানা পাঁচটি পেনাল্টি মিস করেছি। তারপরও আমি দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনাই। আমি মনে করি না, তারা মেসির এই পেনাল্টি মিসের কারণে দুই পয়েন্ট খুইয়েছে।’

মেসি কিংবা তার দলকে নয়, ম্যারাডোনা সব দোষ চাপালেন কোচ জর্জ সাম্পাওলির কাঁধে। এমনও জানিয়ে রেখেছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিলে দেশে ফিরতে পারবেন না সাম্পাওলি। আর্জেন্টিনার সাবেক কোচ ম্যারাডোনা জানান, ‘এভাবে চলতে থাকলে আপনি আর্জেন্টিনায় ফিরতে পারবেন না। আইসল্যান্ডের খেলোয়াড়রা ৬ ফুট ৩ ইঞ্চির মতো লম্বা। কর্নার থেকে উড়ে আসা বলে আপনি কেন হেড করাতে চান, কেন একটা শটও দেখলাম না? কোচের গেম প্ল্যান খুবই বাজে ছিল। আমি খেলোয়াড়দের কোনো দোষ দিতে চাইছি না। কোচের ভালো প্রস্তুতিকে দোষারোপ করছি। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই আমার ভীষণ রাগ লাগছে।’

গ্রুপ পর্বে আগামী ২১ জুন সেইন্ট পিটার্সবার্গে খেলতে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে মেসি অ্যান্ড কোং।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর