Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২২ জানুয়ারি ২০২৫ ১৪:৪৮

আলিস আল ইসলাম

চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে চিটাগং কিংস। দুর্দান্ত ফর্মে আছেন দলটির স্পিনার আলিস আল ইসলামও। তবে ধারাবাহিক বোলিংয়ের পরও গত সোমবার দুর্বার রাজশাহীর বিপক্ষে চিটাগংয়ের একাদশে রাখা হয়নি তাকে, তবে আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন এই রহস্য স্পিনারকে। কেন রাখা হয়নি তাকে?  জানা গেছে, আবারও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়ররা।

সব মিলিয়ে ৬ বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন। আলিস আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন বলে জানান, বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।

বিজ্ঞাপন

আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং-ঢাকা ম্যাচের আগে টি-স্পোর্টসে আলোচনা হচ্ছিল আগের ম্যাচে আলিসের না থাকা নিয়ে। টসের পর সেই আলোচনায় জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার বলেন, ‘মরা জানতে পেরেছি যে, আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এখনও অবশ্য তিনি খেলতে পারবেন তবে সতর্কতা হিসেবেই হয়তো আগের ম্যাচে তাকে খেলায়নি দল।’

এই ব্যাপারে চিটাগং কিংস ম্যানেজারের কাছে জানতে চাইলে এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। তবে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান নিশ্চিত করেছেন, আলিসের বোলিং অ্যাকশনের প্রতি সন্দেহ প্রকাশ করে রিপোর্ট জমা দিয়েছেন আম্পায়াররা। সেই রিপোর্টের ভিত্তিতে টেকনিক্যাল কমিটিতে জানিয়েছেন ম্যাচ রেফারি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বিসিবির সংশ্লিষ্ট বিভাগে।

অবশ্য বোলিং অ্যাকশন প্রশবিদ্ধ হওয়া মানেই, বোলিং থেকে নিষিদ্ধ নয়। মূলত আম্পায়ারদের প্রশ্নের মুখে পড়াতেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আলিসকে। অবশ্য বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়া আলিসের জন্য নতুন কিছু নয়। ২০১৯ সালের বিপিএলে নিজের অভিষেক মৌসুমেই প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং। পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার আগেই চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান আট মাসের জন্য। পরবর্তীতে অ্যাকশন শুধরে মাঠে ফিরেছেন ঘরোয়া ক্রিকেট দিয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আলিস আল ইসলাম চিটাগং কিংস বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর