এক তানজিদের কাছেই হারল চিটাগং
২২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭
ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম হয়তো একটু আফসোস নিয়েই মাঠ ছেড়েছেন। চিটাগং কিংস আর কয়টা রান করলে হয়তো সেঞ্চুরিটা আজ পেয়েও যেতে পারতেন তিনি। লক্ষ্য ছিল ১৪৯। তানজিদের ৫৪ বলে ৯০* রানের ইনিংসে সেই বাধাটা দুই ওভার হাতে রেখেই টপকে গেল ঢাকা। কিংসকে হারাল ৮ উইকেটের ব্যবধানে। এই জয়ে চট্টগ্রামে টানা দুই ম্যাচ জিতলেন লিটন-তানজিদরা; সব মিলিয়ে আসরে তৃতীয় জয় তাদের।
রান তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই লিটন-তানজিদের ৭৫ রানের জুটি। যদিও অবদান বেশি ছিল তানজিদেরই। আগের ম্যাচে ৭০ রানের ইনিংস খেলা লিটন আজ ফিরেছেন ২৫ রানে। মুনিম শাহরিয়ার বোল্ড হয়েছেন আলিস আল ইসলামের বলে। অবশ্য তানজিদ আজ একাই খেলেছেন ঢাকার হয়ে। ২৬ বলে ছুঁয়েছেন ফিফটি। ইনিংস শেষ করেছেন ৫৪ বলে সাত ছক্কা ও তিন চারে ৯০* রানে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির ছিল চিটাগংয়ের, দুই ওপেনার নাঈম ইসলাম ও যুবাইদ আকবরী মিলে ৭ ওভারে তোলেন মাত্র ৪০ রান। অবশ্য গ্রাহাম ক্লার্ক তিনে নামলে রানের গতি একটু বাড়ে। দ্বিতীয় উইকেটে নাঈমের সাথে গড়েন ৪৯ রানের জুটি। তাতে অবশ্য বড় সংগ্রহের ভিত গড়তে পারেননি কেউই। ঢাকার মোসাদ্দেক-নাজমুল অপুদের স্পিন জাদুতে ৭ রানের ব্যবধানে মিডল অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটেই চলে যায় কিংস। শেষদিকে হায়দার আলীর ১১ বলে ১৬ ও অধিনায়ক মিঠুনের ৮ বলে ১২* রানের ইনিংসে ৬ উইকেটে ১৪৮ রান করে বন্দর নগরীর দল। দুইটি করে উইকেট নেন মোসাদ্দেক ও নাজমুল অপু।
সারাবাংলা/জেটি