লংকান ক্রিকেটার চিটাগংয়ের একাদশে না থাকা নিয়ে প্রশ্ন
২২ জানুয়ারি ২০২৫ ২১:৪২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:৪৪
একাদশ বিপিএলের ২৯তম ম্যাচে উড়তে থাকা চিটাগং কিংসে আজ দাঁড়াতেই দেয়নি ঢাকা ক্যাপিটালস। আগে বোলিং করে চিটাগংকে ১৪৮ রানেই আটকে রেখেছিল ঢাকা। পরে তানজিদ হাসান তামিমের ৫৪ বলে অপরাজিত ৯০ রানের ইনিংসের কল্যাণে সহজেই ম্যাচ জিতেছে ঢাকা। এই ম্যাচে চিটাগংয়ের একাদশে শ্রীলংকান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর না থাকা নিয়ে চলছে বাড়তি আলোচনা।
বিপিএলে এখন পর্যন্ত চিটাগংয়ের হয়ে দারুণ বোলিং করছিলেন লংকান পেসার বিনুরা। নতুন বলে প্রতি ম্যাচেই দারুণ বোলিং করছিলেন। সেই বিনুরা আজ ঢাকার বিপক্ষে চিটাগংয়ের একাদশে নেই বলে খবর প্রচার হয়- পারিশ্রমিক না পেয়ে আজকের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন বিনুরা ফার্নান্দো। তবে ম্যাচ শেষে চিটাগংয়ের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, টিম কম্বিনেশনের কারণেই একাদশে নেই লংকান এই ক্রিকেটার।
আজ তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে চিটাগং। দুই বিদেশি উসমান খান ও বিনুরা ফার্নান্দোর বদলে একাদশে নেওয়া হয়েছে জুবাইদ আকবারি ও হুসাইন তালাত। দেশি ক্রিকেটার রাহাতুল ফেরদৌসের বদলে দলে ফেরানে হয়েছে আলিস আল ইসলামকে। টিম কম্বিনেশন খুঁজতেই এমন অদল-বদল বলেছেন লাবলুর রহমান।
ম্যাচ শেষে পারিশ্রমিক না পাওয়ার কারণে বিনুরা ফার্নান্দো খেলতে না চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে চিটাগংয়ের ম্যানেজার লাবলুর রহমান বলেন, ‘এরকম (পারিশ্রমিক সমস্যা) কোনো কিছু নয়। নতুন ক্রিকেটার এসেছে, হুসাইন তালাত। আমরা এই কারণেই ওকে (বিনুরা) বদলেছি। আজ আমাদের ব্যাটিং অর্ডার কিন্তু একটু বড় ছিল। যেহেতু সে (তালাত) অলরাউন্ডার, তাই দলের সমন্বয়ের জন্যই ওকে নেওয়া।’
‘পারিশ্রমিকের কোনো ধরনের সমস্যা নেই। ওর (বিনুরা) যে চুক্তি, এর পঞ্চাশ শতাংশ আগেই দিয়েছি। এই পারিশ্রমিকের কারণে ও দলের বাইরে নয়।- যোগ করেছেন বিনুরা।
বিপিএলে চট্টগ্রাম পর্বের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যুতে নানান কথা উঠছে। তবে অন্যান্য দলে সমস্যা থাকলেও চিটাগংয়ে পারিশ্রমিক নিয়ে সমস্যা নেই বললেন লাবলুর রহমান।
বলেছেন, ‘সার্বিকভাবে আমাদের দলের দেশি ও বিদেশি, সবারই পারিশ্রমিক হয়েছে। অন্য দলের মতো নয়। আমাদের যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হয়েছে। কেউ কেউ ৭০ শতাংশ পেয়ে গেছে, কেউ ৫০ শতাংশ পেয়েছে, কেউ ৪০-৪৫ শতাংশ আছে। তবে বেশিরভাগ ক্রিকেটার ৫০ শতাংশ পেয়েছে। অল্প সময়ের মধ্যে বাকিটাও… আমাদের তো সাত দিনের বিরতি আছে। এর মধ্যে বাকিগুলোও দিয়ে দেব আশা করি ‘
বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৫টিতে জিতে প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে চিটাগং কিংস।
সারাবাংলা/এসএইচএস