Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে শুরু সুইডিশদের বিশ্বকাপ মিশন


১৮ জুন ২০১৮ ১৯:৫৫ | আপডেট: ১৯ জুন ২০১৮ ১০:৪৮

সারাবাংলা ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল র‌্যাংকিংয়ের ২৪ নম্বর দল সুইডেন এবং ৫৭ নম্বর দল দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এফ’ থেকে এর আগে মুখোমুখি হয়েছিল জার্মানি এবং মেক্সিকো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে মেক্সিকানরা। ফলে, সুইডেন-দ. কোরিয়ার সুযোগ ছিল নিজেদের পয়েন্ট টেবিল পোক্ত করার। ১-০ গোলে জিতেছে সুইডিশরা। বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর পেনালি থেকে সুইডেনের একমাত্র গোলটি করেন গ্রানকভিসত।

বিজ্ঞাপন

রাশিয়ার নিঝনি নভগোরদে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় সুইডেন-দ. কোরিয়ার ম্যাচটি। ম্যাচের ১৯ মিনিটের মাথায় কোরিয়ান রক্ষণ ভেঙে আক্রমণ চালান সুইডেনের তারকা মার্কাশ বার্গ। তবে, কোরিয়ান তারকা চো হুন য়ু এ যাত্রায় বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন। দুই মিনিট পর আবারো কোরিয়াকে কাঁপিয়ে দেয় সুইডিশরা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন পন্টাস জ্যানসন। তবে, প্রস্তুত ছিলেন কোরিয়ান গোলরক্ষক কিম।


২৯ মিনিটের মাথায় আবারো সুইডিশদের হতাশ করেন কোরিয়ান গোলরক্ষক কিম। তবে, এক্ষেত্রে মার্কাস বার্গেরও কিছুটা দায় আছে। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন বার্গ, সেটা এতটাই দুর্বল ছিল যে কিমকে কোনো পরীক্ষাই দিতে হয়নি। ৪৩ মিনিটের মাথায় আরেকটি দারুণ আক্রমণ গড়েছিল সুইডেন। গ্রানকভিসতের ক্রস থেকে কোনো সতীর্থ বল না পেলে কোরিয়ান জাল অক্ষত থাকলেও কোনো স্কোর হয়নি। বিরতির আগে ০-০ গোলে মাঠ ছাড়ে দুই দল।

বিরতির পর খেলার ৪৯তম মিনিটে সুইডেনের এমিল ফর্সবাগের জোরালো শট গোলবারের উপর দিয়ে চলে যায়। প্রায় মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ে কোরিয়ান ডি-বক্সে ঢুকেছিলেন সেবাস্তিয়ান লারসন। সেখান থেকে তিনি বল মাইনাস করে বাড়িয়ে দেন ফর্সবাগকে। তবে, সুইডিশদের হতাশ হতে হয় জালের ঠিকানা খুঁজে না পাওয়ায়। ৫৫ মিনিটের মাথায় লারসনের দুর্দান্ত শটে টোকা দেন তিয়োভোনেন। এবারও ঝাঁপিয়ে পড়ে দলকে রক্ষা করেন কোরিয়ান গোলরক্ষক।

বিজ্ঞাপন


৫৮ মিনিটে ফিরতি আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি করেছিল কোরিয়া। সুইডিশ গোলরক্ষক ওলেসেনকে ফাঁকি দিতে পারলেও হ্যাং উনের শট থেকে সুইডিশ ডিফেন্ডাররা বল ক্লিয়ার করেন। ৬৪ মিনিটের মাথায় স্কোর করে সুইডিশরা। পেনাল্টির আবেদন উঠলেও রেফারি খেলা চালিয়ে যান। পরে ভিডিও রেফারিং প্রযুক্তির সহয়তায় পেনাল্টি লাভ করে সুইডেন। ৩৩ বছর বয়সী সুইডিশ ডিফেন্ডার গ্রানকভিসত পেনাল্টি শট থেকে গোল করেন (১-০)।

২০০২ সালে নাইজেরিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন হেনরিক লারসন, এরপর আর কোনো সুইডিশ বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি। গ্রানকভিসত সেটি করে দেখালেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখেছিল সুইডেন আর বাকি ৪৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল কোরিয়ানরা।


বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি সুইডেন। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, এরপর ১৯৯৪ বিশ্বকাপে সেমিফাইনালে। তবে এবার বিশ্বকাপ নিয়েই ছিল সংশয়। প্লে-অফে ইতালির বিপক্ষে দারুণ জয়ে কেটেছে রাশিয়ার টিকিট। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার অভ্যাসটা তাদের ভালোই আছে, এবারও সেরকম কিছুই চাইবে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ মানেই সেই ২০০২ সালের স্মৃতি। নিজ দেশে সেবার তারা চলে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। এরপর প্রতিবারই তারা বিশ্বকাপ খেলেছে, তবে ২০১০ সালে দ্বিতীয় রাউন্ডে ওঠাই হয়ে থাকে সেরা সাফল্য। এশিয়া থেকে সবচেয়ে বেশি বার বিশ্বকাপে অংশ নিয়েছে কোরিয়া, তবে এবার রাশিয়ার টিকিট পেতে বিস্তর কাঠখড় পুড়িয়ে বাছাইপর্বে ১০টি ম্যাচের মাত্র চারটি জিতেছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর