Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম হারে টনক নড়েছে রংপুরের

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৩

রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান।

বিপিএলে টানা আট ম্যাচে আট জয়ে অপ্রতিরোধ্য এক যাত্রা চলছিল রংপুর রাইডার্সের। প্রতিপক্ষ কিংবা পরিস্থিতির প্রতিকূলতার যতই তীব্র হোক না কেন, কোনো এক জাদুবলে দলটা ঠিকই উতরে যেত সব চ্যালেঞ্জ। তাদের থামাতে যে দলটা ফেভারিট ছিল ফরচুন বরিশাল, তারাও দুই দফায় হেরেছে রংপুরের কাছে। তাই প্রশ্ন উঠছিল বারবার, কে থামাবে রংপুর রাইডার্সকে? আজ উত্তরটা দিয়ে দিল দুর্বার রাজশাহী। চট্টগ্রামে টুর্নামেন্টের শীর্ষ দলকে তারা হারাল ২৪ রানে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে এই হারে টনক নড়েছে রংপুরের। ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, এই হারটা তাদের কাছে এসেছে উদ্বেগের কারণ হয়ে। রাজশাহীর দেয়া ১৭১ রানের লক্ষ্য ছুঁতে নেমে চার বল আগে ১৪৬ রানে অল আউট হয়েছে রংপুর। ব্যাটিং ব্যর্থতার দিনে সোহান খেলেছেন ২৬ বলে ৪১ রানের ইনিংস। 

সংবাদ সম্মেলনে এসে সোহান জানান, এতদিন ধারাবাহিক পারফরম্যান্সে জয় পেলেও এই হারটা তাদের যোগাচ্ছে চিন্তার খোড়াক। সোহান বলেন, ‘হ্যাঁ অবশ্যই ওয়েক আপ কল। আজকের আগ পর্যন্ত আমরা টুর্নামেন্টে ভালো খেলেছি। অবশ্যই এটা এলার্মিং বিষয় আমাদের দলের জন্য। সবাই সবার জায়গা থেকে অবশ্যই চিন্তা করতে পারবে। ক্রিকেট জিনিসটাই এমন, ভালো খেলেই জিততে হবে। এমন নয় যে, আপনি এলেন আর জিতলেন। এটা আশা করা ঠিক নয়। যেদিন ভালো ক্রিকেট খেলবেন, নির্দিষ্ট ওই দিনেই জিতবেন। অবশ্যই সবাই এখন চিন্তা করবে জিনিসটা যে, আমরা কোন জায়গায় ভুলগুলো করেছি। এখান থেকে আরও কীভাবে শক্তিশালী হয়ে ফেরা যায়, এটা নিয়ে সবাই কাজ করবে।’

রাজশাহীর বিপক্ষে এই ম্যাচে কোথায় ভুল হলো রংপুরের? সোহান জানান পাওয়ারপ্লেতেই পিছিয়ে পড়েছেন তারা, ‘পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু করিনি। উইকেট কিছুটা ট্রিকি ছিল। তবে আমরা বেশি রান দিয়ে ফেলেছি। ১৫ ওভার পরে আমরা কিছুটা নিয়ন্ত্রণ এনেছি। কিন্তু এর মধ্যে রান হয়ে গেছে। পরে ব্যাটিংয়েও পাওয়ার প্লে আমাদের দিকে আসেনি। টি-টোয়েন্টিতে ব্যাটিং হোক বা বোলিং, প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ। দুইটাই আমাদের বিপক্ষে গেছে।’

সারাবাংলা/জেটি

দুর্বার রাজশাহী নুরুল হাসান সোহান বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

খুলনায় যুবক গুলিবিদ্ধ
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর